টি সি এল মোবাইল লাগাতার ভালই ফিচার সহ নতুন নতুন সংযোজন করছে। টি সি এল এর সর্বশেষ মোবাইল হচ্ছে টি সি এল ২০। এই মোবাইলটি ৫ জি সাপোর্টেড। এই মোবাইলটির মডেল নম্বর হচ্ছে টি ৭৮১। আশা করা যাচ্ছে আগামী বছর এই নোবাইলটির লঞ্চ হতে চলেছে।
চলুন আলোচনা করা যাক উক্ত মোবাইলটির প্রত্যাশিত স্পেসিফিকেশন নিয়ে:
টি সি এল ২০ ৫জি তে দেওয়া হবে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার রেজুলেশন হবে ১০৮০*২৪০০ পিক্সেল। ডিসপ্লেটি হবে হোল পাঞ্চ ডিসপ্লে। প্রত্যাশিত এই মোবাইলটিতে দেওয়া হবে অ্যান্ড্রোয়িড ১১। বেশ ভাল অপশন এটি। এবং এটির প্রসেসর হবে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৬৯০ এস ও সি। প্রসেসরটি আমার কাছে বেশ ভাল লেগেছে। উক্ত ফোনটিতে দেওয়া হবে ৬ জিবি র্যাম এবং ফোন স্টোরেজ হবে ১২৮ জিবি। এছাড়া আরেকটি ভেরিয়েন্ট এর হবে ২৫৬ জিবি স্টোরেজ এর। ইউ এস বি পোর্ট টাইপ সি থাকবে। ৩.৫ মিলিমিটার এর হেডফোন জ্যাক, ফিংগার প্রিন্ট সহ সব রকম সুবিধা এখানে পাওয়া যাবে। হাই রেজুলেশন এর গেম সাপোর্টেড হবে ফোনটি এবং নেটফ্লিক্স সহ ভাল ভাল যায়গা থেকে ভিডিও খুব সুন্দর করে স্ট্রিমিং করা যাবে।
এবার আলোচনা করা যাক টি সি এল ২০ ৫জি এর ক্যামেরা সেকশন নিয়ে:
ত্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে উক্ত মোবাইলটিতে, যার প্রাথমিক ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল এর। আল্ট্রাওয়াইড সুটারটি ৮ মেগাপিক্সেল এর এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো সুটার। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে থাকবে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা সেটাপ আমার কাছে অসম্ভব ভাল লেগেছে। টি সি এল ২০ ৫জি এর সাথে থাকবে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ব্যাটারি ব্যাকআপ খুব ভাল দিবে। এই মোবাইলটির মূল্য নিয়ে এখনো কিছু বলা হয়নি। খবর পাওয়া মাত্র আপনাদের জানানো হবে। এক কথায় টি সি এল ২০ ৫জি মোবাইলটি আমার কাছে অসাধারণ লেগেছে, আপনার ও পছন্দের তালিকায় থাকতে পারে এই ফোনটি।