নতুন লুকে এলো ১২৫ সিসির কেটিএম ডিউক। এটি বিএস৬ ভার্সনের বাইক। সম্প্রতি বাইকটি ভারতের বাজারে অবমুক্ত করা হয়েছে। কেটিএম ১২৫ ডিউক মডেলের আগের ভার্সনের দাম কিছুটা বেশি। পূর্ববর্তী মডেলের চেয়ে আপডেটেড ভার্সনে বাইকটি বাজারে এসেছে।
নতুন ভার্সনের স্পেসিফিকেশন আপডেট করা হয়েছে। রয়েছে স্প্লিট ট্রেলিস ফ্রেম। লুকের দিক থেকে অনেকটা উন্নত করা হয়েছে। নতুন বডি প্যানেল ও হেড ল্যাম্প ইউনিটের মধ্যে একটি এলইডি ডিআরএল।
কেটিএম ১২৫ ডিউক বিএস৬ ভার্সনের দাম ভারতে ১ লাখ ৫০ হাজার রুপি। কমলা, কালো, সাদা, ইলেকট্রনিক ওরেঞ্জ, সেরামিক হোয়াইট, এই চার রঙে পাওয়া যাবে বাইকটি।
বাইকটির ইঞ্জিনের ক্ষেত্রে আগের মডেলের চেয়ে কোনও পরিবর্তন করা হয়নি। আগের মডেলে ছিল, ১২৪ সিসির ইঞ্জিন, যা দেয় ১৪.৫ বিএইচপি পাওয়ার ও ১২ এনএম টর্ক। বাইকের সামনের সাসপেনশনে দেয়া হয়েছে আপ সাউড ডাউন ফর্ক এবং পিছনে মনোশক। এটার ডিজাইন নতুন হওয়ার ফলে তেলের ট্যাঙ্কের সাইজ বেড়ে হয়েছে ১৪.৫ লিটার। সিটের উচ্চতা হয়েছে ৮২২ মিমি। ওজন বেড়ে গিয়েছে ৭ কিলোগ্রাম।