সম্প্রতি গুগল লঞ্চ করেছে ব্র্যান্ড নিউ স্মার্ট ফোন গুগল পিক্সেল ৫। যেটি মূলত একটি ফ্ল্যাগশিপ ডিভাইস এবং এতে ইনবিল্ট ৫জি সাপোর্ট থাকছে। তো আজকের এই আর্টিকেলটিতে গুগোল পিক্সেল ৫ কে নিয়ে বিস্তারিত আলোচনা করব আর জানাবো এই ফোনের ভালো মন্দ সকল দিক নিয়ে। এর জন্য আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। চলুন শুরু করা যাক।
প্রথমেই কথা বলা যাক এই ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে।দেখতে ছোট হলেও অ্যালুমিনিয়াম ফ্রেম যুক্ত এই ফোনের পেছনে থাকছে অ্যালুমিনিয়াম মেটারিয়াল। ফোনটির ডানদিকে থাকছে ভলিউম আপ-ডাউন ও মেটালিক পাওয়ার বাটন। বামদিকে থাকছে সিঙ্গেল সিম ট্রে উইথ ই সিম সুবিধা। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন এবং নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার। এখানে একটি কথা বলে রাখা ভালো এই ফোনে থাকছে না 3.5 এম এম হেডফোন জাক।
গুগোল পিক্সেল ৫ এই ফোনের সামনে থাকছে 6.1 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে উইথ সিঙ্গেল পাংচুয়াল ক্যামেরা কাট আউট। আর এই ডিসপ্লেকে প্রটেকশনের জন্য থাকছে কর্নিং গরিল্লা গ্লাস 6 এবং সাথেই থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট।
এবার কথা বলা যাক এই ফোনটির পারফর্মেন্স এর ব্যাপারে। এতে থাকছে কোয়ালকমের শক্তিশালী প্রসেসর স্নাপড্রাগণ 765জি। যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং ইনবিল্ট 5জি সাপোর্ট করে। আর এই একই প্রসেসর ব্যবহার করা হয়েছে 1+, নর্ড সহ বেশকিছু স্মার্টফোনে। সর্বোপরি এই ফোনের গেমিং পারফরম্যান্স এককথায় বেশ ভালো হবে। এর সাথেই থাকছে 8 জিবি RAM এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। যেখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে ইউ পি এস 2.1। এছাড়া গুগলের নিজস্ব এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11। আর সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা অনেক বেশি ফাস্ট ও একুরেট।
এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরার ব্যাপারে। গুগোল পিক্সেল 5 এর পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। যেখানে থাকছে 12.2 মেগাপিক্সেলের এর প্রাইমারি ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর এই ক্যামেরায় স্লোমোশন সহ থাকছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। আবার সামনের ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।সর্বোপরি এর যে ক্যামেরা সেটআপ তা অনেকের কাছে দুর্বল মনে হলেও এর ইমেজ প্রসেসিং দুর্দান্ত।
যাইহোক এখন কথা বলা যাক এই ফোনের সর্বশেষ যে ফিচার তা এর ব্যাটারি নিয়ে। এতে থাকছে 4080 মিলি এম্পিয়ার ব্যাটারী আর এই ব্যাটারীতে চার্জ করার জন্য বক্সটির সাথেই থাকছে 18 ওয়াট এর চার্জার। এর সাথে রিভার্স চার্জিং এর সুবিধা রয়েছে। সবশেষে বলব এই ফোনের দাম এর ব্যাপারে। ফোনটি বাংলাদেশের বাজারে 60 থেকে 70 হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে। তো মোটামুটি এই ছিল গুগোল পিক্সেল 5 এর ব্যাপারে সর্বশেষ আপডেট।