বিশ্ববিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল প্রতিবছর নতুন নতুন আইফোন রিলিজ করে থাকে। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে রিলিজ হয় আইফোন ১২। আইফোন ১২ সর্বপ্রথম রিলিজ হয় ২৩ অক্টোবর ২০২০ সালে।
আইফোন ১২ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল অনেক বেশি। তাই, আজকের পোস্টের উদ্দেশ্য হচ্ছে আইফোন ১২ এর সব ফিচার সম্পর্কে আপনাদের জানানো।
আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কী কী ফিচার রয়েছে আইফোন ১২ তে।
ডিজাইন
আমার মতে আইফোন ১২ এর সবচেয়ে অসাধারণ দিক হচ্ছে এর অনন্য ডিজাইন। যা আমরা আইফোন ৫ এর ক্ষেত্রে দেখেছিলাম। আইফোন ১২ এর ডিজাইনও অনেকটা আইফোন ৫ এর মতোই।
ডিসপ্লে
আইফোন ১২ তে রয়েছে ৬.১ ইঞ্চি অলয়েড (OLED) ডিসপ্লে। এছাড়া আইফোন ১২ মিনিতে রয়েছে ৫.৪ ইঞ্চি অলয়েড (OLED) ডিসপ্লে। যা অপেক্ষাকৃত ছোট। তবে, আইফোন ১২ মিনি তে অন্য সব সুবিধা থাকছে।
ক্যামেরা
ক্যামেরা যেকোনো স্মার্টফোনের জন্যই গুরুত্বপূর্ণ একটি অংশ। আইফোন ১২ তে সেলফি তোলার জন্য রয়েছে ১২ মেগা-পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও সেলফি ক্যামেরায় রয়েছে স্লো মোশন ভিডিও রেকর্ডিং ফিচার। তাছাড়াও, রয়েছে ১২ মেগা-পিক্সেল এর ডুয়াল ওয়াইড ও আল্ট্রা-ওয়াইড রিয়ার ক্যামেরা। ফোনটিতে রয়েছে উচ্চমানের পোট্রেট মোড, নাইট ভিশন সহ আকর্ষণীয় সব ফিচার। আর ফোনটির ফটো কোয়ালিটি সত্যিই খুব অসাধারণ!
নেটওয়ার্ক
আইফোন ১২ এর অন্যতম চমক হচ্ছে এটি ৫জি সাপোর্টেড ফোন। এছাড়াও ফোনটি ওয়াই-ফাই, ২জি, ৩জি ও ৪জি সাপোর্ট করে। অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট অরুণ ম্যাথিয়াস এর মতে, ফোনটি ৫জি হওয়ায় ডাউনলোড স্পীড হবে প্রতি সেকেন্ডে ৪ গিগাবাইট।
অপারেটিং সিস্টেম
ফোনটি চলবে আইওএস ১৩ অপারেটিং সিস্টেমে।
মেমোরি
অ্যাপলের এই ফোনটিতে থাকছে ৪জিবি র্যাম। এছাড়া থাকছে ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ।
ব্যাটারি
আইফোন ১২ তে পাচ্ছেন ২৮১৫ মিলি-অ্যাম্পায়ার (2815 mAh) লিয়ন ব্যাটারি। আইফোন ১২ এর ব্যাটারি লাইফ পূর্বের আইফোন ১১ এর চেয়ে কম মনে হতে পারে। তবে, আমার মতে এটি যথেষ্ট।
বডি
আইফোন ১২ এর বডি অনেকটা সরু এবং পাতলা। ফোনটির ওজন মাত্র ১৬৪ গ্রাম। যা খুবই কমফোর্টেবল।
কালার
সাদা, কালো, লাল, সবুজ ও নীল এই পাচঁটি কালারে পাওয়া যাচ্ছে অ্যাপলের আইফোন ১২। আপনি এই পাচঁটি কালারের থেকে পছন্দমত যেকোনো একটি বেছে নিতে পারেন।
চিপ
অ্যাপলের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে A14 bionic চিপ। যা পূর্বের A13 চিপের চেয়ে ৫০% দ্রুতগতি সম্পন্ন।
পারফর্ম্যান্স
অ্যাপলের আইফোন ১২ ফোনের পারফর্ম্যান্স খুবই ভালো। এতে সহজেই যেকোনো অ্যাপ রান করানো যায়। এবং ফোনটির গেমিং পারফর্ম্যান্সও অনেক ভালো।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনে
অ্যাপলের আইফোন ১২ তে এবার থাকছেনা কোনো হেডফোন ও চার্জার। অ্যাপলের মতে, পরিবেশের উপর থেকে নেতিবাচক প্রভাব কমানোর জন্যই এমনটা করা হয়েছে।
দাম
বাংলাদেশে আইফোন ১২ মিনির দাম হচ্ছে প্রায় ১০৯৯৯৯ হাজার টাকা। অন্যদিকে আইফোন ১২ এর দাম হচ্ছে প্রায় ১২৪৯৯৯ হাজার টাকা।