স্যামসাং মোবাইল লাগাতার দারুন ফিচারের ফোন নিয়ে আসছে আমাদের মাঝে । এবার নিয় এলো স্যামসাং গ্যালাক্সী এ০২ এস। ইতিমধ্যে এই সিরিজের আরো অনেক মোবাইল চলে এসেছে এবং বেশ সারা ফেলেছে। অসাধারণ হতে চলেছে এই মোবাইলটি।
চলুন দেখে আসি কেমন দেওয়া হয়েছে এই মোবাইলের স্পেসিফিকেশন:
এই মোবাইলটিতে থাকছে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এলসিডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ৭২০X১৫৬০ পিক্সেল। ফ্যাবলেট টাইপের ডিভাইস হবে এটির। সাদা, কালো, নীল এবং লাল রং এ পাওয়া যাবে এই ফোনটি।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির হার্ডওয়্যার সেকশন নিয়ে:
স্যামসাং গ্যালাক্সী এ০২এস এর চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৪৫০। সি পি ইউ থাকছে অক্টাকোর ১.৮ গিগাহার্জ প্রসেসর। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে তার একটিতে থাকছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ফোন স্টোরেজ এবং অন্যটি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ফোন স্টোরেজ এবং ৩য় টি হচ্ছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ফোন স্টোরেজ। এছাড়া অতিরিক্তভাবে ১ টিবি স্টোরেজ ব্যবহার করা যাবে। পাবজি , ফ্রিফায়ার, কল অফ ডিউটি এর মত হাই কোয়ালিটির গেম খেলা যাবে কোন রকম সমস্যা ছাড়াই। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ১০ । ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। এবং টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ ৫.০, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। উক্ত মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪জি।
এবার আলোচনা করা যাক এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়েঃ
স্যামসাং গ্যালাক্সী এ০২এস তে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ। যার প্রাথমিক ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল এর, ৫ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে এর উক্ত ফোনটিতে। এই জোনটিতে ফ্রন্ট ক্যামেরাটি থাকছে ৮ মেগাপিক্সেল এর। ইউটিউব, টিকটক এর মত ভিডিও করা যাবে এই ফোনটিতে। এছাড়া নেটফ্লিক্স এর মত যায়গা থেকে খুব ভাল ভাবে ভিডিও স্ট্রিমিং করা যাবে।
স্যামসাং গ্যালাক্সী এ০২এস তে দেওয়া হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। এবং ফাস্ট চার্জের সুবিধা দেওয়া হয়েছে I ফিঙ্গারপ্রিন্ট , ফেস আনলক সহ অন্যান্য সুবিধা মিলবে এখানে। বেশ ভালই ব্যাটারি ব্যাকআপ দিবে উক্ত মোবাইলটিতে। স্যামসাং গ্যালাক্সী এ০২এস এর মূল্য নির্ধারন করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ১৩,২০০ রুপি। কনফিগার ও মূল্য অনুযায়ী মোবাইলটি বেশ ভালই হবে এই ফোনটি। কম মূল্য অনুযায়ী স্যামসাং এর এই ফোনটি অসাধারণ হবে এবং সবার নজর কাড়তে সক্ষম হবে উক্ত ফোনটি।