বর্তমানে গেইমিং ফোনগুলো হয়ে উঠেছে সবচেয়ে জনপ্রিয়। হবে নাই বা কেনো। গেইমিং করেই চলে অনেকের জীবিকা। ‘আসুস’ ব্রান্ডের ফোনগুলোর ‘রগ’ সিরিজের মডেলের সাথে আমরা সকল গেইম লাভাররাই পরিচিত। অনেক স্মুথ ভাবে গেইম খেলা যায় এই মডেলের ফোনগুলোয়। ‘আসুস’ তাদের আরেকটি নতুন গেইমিং মডেলের ফোন ‘রগ ৪’ রিলিজ করেছে ২০২০ সালের ডিসেম্বরের শেষের দিকে । তবে আন্তর্জাতিকভাবে এখনো লঞ্চ হয়নি কোথাও। তবে, খুব তাড়াতাড়িই চলে আসবে ফোনটি। আজ কথা হবে এর কিছু জিনিস নিয়ে।
তো চলুন কথা না বাড়িয়ে নিচে গয়ে দেখে আসি ফোনটির ব্যাপারে বিস্তারিত তথ্যঃ⤵
বডিঃ
ফোনটির বডি ডিমেনশন হচ্ছে ১৭১×৭৮×৯.৯ মি.মি.। ফোনটির মোট ওজন হচ্ছে ২৪০ গ্রাম। ফোনটির ডিসপ্লেতে দেয়া হয়েছে ‘গরিলা গ্লাস ৬’ এর প্রটেকশন। যেটা অনেক শক্তিশালী একটি গ্লাস প্রটেকশন। ফোনটির পিছে রয়েছে ‘গরিলা গ্লাস ৩’ এবং এর ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়ামের।
ডিসপ্লেঃ
‘অ্যাসুসে’র এই ফোনটির ডিসপ্লে হচ্ছে ৬.৫৯ ইঞ্চির একটি ‘অ্যামোলেড’ প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটির কালার কনট্রাস্ট হচ্ছে ১৬এম। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে ১০৮০×২৩৪০ পিক্সেলের। এই পিক্সেলের রেজুলেশন হচ্ছে ‘২৯১ পিপিআই’। ডিসপ্লেটি ‘মাল্টিটাচ ক্যাপাসিটিভ টাচস্ক্রিন’।
প্লাটফর্মঃ
ফোনটির প্লাটফর্মের ‘অপারেটিং সিস্টেমে’ রয়েছে ‘এন্ড্রোয়েড ১০’। যেটা ‘রগ ইউআই’ ভার্সন। চিপসেটে রয়েছে ‘কোয়ালকম এসএম৮২৫৯ স্ন্যাপড্রাগন ৮৬৫’ গেইমিং প্রসেসর। যেটা ৭ ন্যানোমিটারের৷ যেটা গেইমারদের জন্য অসাধারন একটি প্রসেসর।
ক্যামেরাঃ
ব্যাকঃ ফোনটির পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। যেগুলো হচ্ছে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড, ১৩ মেগাঃ’র আল্ট্রাওয়াইড এবং ৫ মেগাঃ’র মেক্রো সেন্সরের লেন্সযুক্ত। থাকছে এলইডি ফ্ল্যাশ। ফিচারে থাকছে ‘এইচডিআর’ এবং ‘প্যানোরামা’ মোড। এই ক্যামেরা দিয়ে ২১৬০’পি@৩০এফপিএসে’র রেজুলেশনের ভিডিও করা যাবে। গেইমিং ফোন হলেও ফোনটির ক্যামেরা দিয়ে ভালো সাপোর্ট পাওয়া যাবে।
ফ্রন্টঃ এই ফোনটির সামনে রয়েছে ২৪ মেগাপিক্সেলের একটি ওয়াইড মোডের ক্যামেরা। যেটা দিয়েও ভালো মানের ভিডিও করা এবং ছবি ক্যাপচার করা যাবে।
মেমোরীঃ
‘অ্যাসুস’ তাদের এই ফোনটি আপাতত বাজারে যেহেতু ছাড়েনি। তো এখনো বলা যাচ্ছে না এই ফোনের কয়টি ভ্যারিয়্যান্ট বাজারে আসবে। তবে এই ফোনটির একটি ভ্যারিয়্যান্টের দিকে নিশ্চিত করেছে ‘অ্যাসুস’। যেটা থাকবে প্রায় নিশ্চিত। সেটা হচ্ছে ১২/১২৮ জিবি ভ্যারিয়্যান্ট।
নেটওয়ার্কঃ
‘অ্যাসুস’ তাদের এই ফোনটিতে রেখেছে ৫জি নেটওয়ার্ক কানেক্টিভিটি। যেটা আরেকটি ভালো দিক এই ফোনের। এই ফোনটির নেটওয়ার্ক টেকনোলজিতে থাকছে ‘জিএসএম / সিডিএমএ / এইচএসপিএ / ইভিডিও / এলটিই / ৫জি’। ৫জি নেটওয়ার্ক ব্যান্ডে রয়েছে ‘১,২,৩,৫,২৮,৪১,৬৬,৭১,৭৭,৭৮,৭৯ এসএ / এনএসএ – বি ভার্সন’।
সাউন্ডঃ
ফোনটির সাউন্ড সেগমেন্ট ছিলো ক্রিস্টাল ক্লিয়ার। যেকোনো ধরনের মিউজিক অথবা সাউন্ডট্র্যাক সুন্দরভাবেই শুনতে পাওয়া যাচ্ছিলো এর স্পিকারে। লাউডস্পিকারে ফোনটির স্পিকার যেকোনো সাউন্ড ক্রিয়েট করেছিলো অসাধারন। থাকছে ৩.৫ মি.মি.’র ইয়ারফোন জ্যাক।
ব্যাটারীঃ
‘অ্যাসুসে’র এই ফোনটিতে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং যুক্ত ৬০০০ এমএইচের ব্যাটারী দেয়া হয়েছে। যেটা এই গেইমিং ফোনটির সবচেয়ে আকর্ষণীয় একটি বিষয়।
ফিচারঃ
ফোনটির ফিচারিং সেন্সরে থাকছে ‘ফিঙ্গারপ্রিন্ট’। যেটা ‘ইন ডিসপ্লে টাইপ’। এটির আনলক ছিলো ভালো রকমের ফাস্ট। ফোনটির সেন্সরে আরও থাকছে ‘অ্যাকসেলেরোমিটার, জিওয়াইআরও, প্রক্সিমিটি এবং কম্পাস’।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
‘অ্যাসুস’ তাদের এই গেইমিং ফোনে নেটওয়ার্ক এবং ব্যাটারী ক্যাপাসিটি পরিবর্তন করেছে। যেটা গেইমিং ফোন হিসেবে অনেক ভালো একটি জিনিস। আশা করা যায় এই ব্র্যান্ড সামনে যে ফোনের মডেলগুলো বের করবে সেগুলো আরও আকর্ষনীয় হবে।
দামঃ
ফোনটির দাম এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। তবে, আমাদের দেশে, এই গেইমিং ফোনটির ধারনাকৃত দাম হচ্ছে ৭০,০০০টাকা।