বর্তমানে স্মার্টওয়াচ যেনো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন গেজেট ব্র্যান্ড অথবা অন্য অনেক ব্র্যান্ড রয়েছে, যারা বাজারে প্রতিনিয়তই নিয়ে আসছে বিভিন্ন ধরনের নতুন নতুন স্মার্টওয়াচ। এটি হাতে পরলেই যেনো একটি স্মার্ট ভাব চলে আসে। কিন্তু, অনেকে এই স্মার্টওয়াচ তাদের মনমতো কিনতে পারেনা বাজেটের মধ্যে না হওয়ার কারনে। এদের কথা চিন্তা করেই বাজারে নতুন একটি স্মার্টওয়াচ রিলিজ করেছে ‘জিবলেজ’ ব্র্যান্ড। ‘জিবলেজ’ ব্র্যান্ড মূলত স্মার্টওয়াচ তৈরীতেই বিখ্যাত। এই ব্র্যান্ডটি বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ, অন্য অনেক দামী ব্র্যান্ডের স্মার্টওয়াচের সাথে মিল রেখে তৈরী করে। তবে সেগুলো বিক্রি করে বাজেটের মধ্যে থাকা দামের মধ্যে। তো এরকমই একটি বাজেটের মধ্যে থাকা স্মার্টওয়াচের মডেল বের করেছে ‘জিবলেজ’। সেটির নাম হচ্ছে ‘জিটিআর’। শোনা যাচ্ছে এই স্মার্টওয়াচটি নাকি ‘জিবলেজ’ অন্যতম খ্যাতিমান ব্র্যান্ড ‘শাওমি’র ‘অ্যামাজফিট জিটিআর’ কে কপি করে তৈরী করেছে। তবে, দামের ক্ষেত্রেও অনেক পার্থক্য রয়েছে। আজ এই স্মার্টওয়াচটি নিয়েই কিছু কথা বলবো আপনাদের সাথে। জানানোর চেষ্টা করবো কি কি রয়েছে এই বাজেটের মধ্যে থাকা স্মার্টওয়াচটিতে।
তো চলুন নিচে গিয়ে জেনে আসা যাক এই স্মার্টওয়াচটির ব্যাপারে কিছু তথ্যঃ⤵
এই স্মার্টওয়াচটি ডিজাইনের দিক দিয়ে বেশ প্রিমিয়াম ছিলো। রাউন্ড শেপের ডিসপ্লেটি ছিলো বেশ সুন্দর। স্মার্টওয়াচটির মোট ওজন ৫১ গ্রাম ছিলো।
স্মার্টওয়াচটির ডানপাশে রয়েছে দুটি বাটন। এই বাটন দুটোর ক্লিক ফিলিংসটা, খুব একটা ভালো ছিলোনা। আরেকটু ফাস্ট হলে বেটার হতো। স্মার্টওয়াচটির পিছনে এটির হার্ট রেট সেন্সর এবং সেই সাথে আরও কিছু সেন্সর রয়েছে। স্মার্টওয়াচটিতে দেয়া হয়েছে ১০টি, স্পোর্টস মোড। যেগুলো দিয়ে আপনি চাইলে বিভিন্ন খেলাধুলা করার সময় আপনার অ্যাক্টিভিটি চেক করতে পারবেন। করতে পারবেন ব্লাড প্রেসার মনিটরিং। আরও রয়েছে অনেক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি চেক করার কিছু সেন্সর।
স্মার্টওয়াচটির চার্জিং ডিভাইসটি ম্যাগনেটিক ছিলো। স্মার্টওয়াচটির স্ট্রেপ ছিলো সিলিকনের তৈরী। তবে, সেটা ভালোই ছিলো।
স্মার্টওয়াচটির রাউন্ড শেপের ডিসপ্লেটি ছিলো ১.৩ ইঞ্চি, টাচ যুক্ত। ডিসপ্লেটি কার্ভিং হওয়ায় দেখতে বেশ সুন্দরই লাগছিলো। ডিসপ্লেটির রেজুলেশন ছিলো ২৪০×২৪০ পিক্সেল। এর আউটার শেলটা তৈরী করা হয়েছে মেটালের মাধ্যমে। যেটা এই স্মার্টওয়াচটির আরেকটি ভালো দিক।
এই স্মার্টওয়াচটির সবচেয়ে আকর্ষণীয় যে দিক সেটি হচ্ছে, এটি ওয়াটার প্রুফ। এটি হাতে পরে বৃষ্টিতে ভিজলে বা গোসল করলে, কোনো সমস্যা হবে না।
স্মার্টওয়াচটি এন্ড্রোয়েড এবং আইওএস, দুইটি তেই কানেক্ট করা যাবে। এটি কানেক্ট করার জন্য, স্মার্টফোনে ‘এইচ ব্যান্ড’ অ্যাপের দরকার পরবে। স্মার্টওয়াচটি দিয়ে ফোন কল করা যাবেনা। যেটা দিলে হয়তো ভালো হতো।
স্মার্টওয়াচটিতে রয়েছে ১৮০ এমএইচের ব্যাটারী। যেটা ফুল চার্জে ব্যাকআপ দিবে প্রায় ১মাসের মতো। তবে, ফোনের সাথে কানেক্ট থাকলে ১৫/১৬ দিন ব্যাকআপ পাওয়া সম্ভব।
সব মিলিয়ে এই স্মার্টওয়াচটি ছিলো অসাধারন একটি প্যাকেজ। বাজেটের মধ্যে এটি ছিলো সত্যিই দারুন একটি স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচটির বর্তমান দাম ৩,১০০ টাকা। বাজেট অনুযায়ী এই স্মার্টওয়াচটি পারফেক্ট একটি চয়েস হতে পারে৷ যাদের বাজেট ৩,০০০টাকার আশেপাশে রয়েছে, তারা এই স্মার্টওয়াচটি বিনা সংকোচে নিয়ে নিতে পারেন।