স্মার্ট গ্যাজেটগুলোর ভেতর সবচেয়ে দরকারী জিনিসটি হচ্ছে ব্লুথুথ ইয়ারফোন। আগে বা এখনো অনেকে বিলাসপণ্য হিসেবে চিনে থাকলেও কর্মব্যাস্ততার য্যগে এটি এখন অতিব গুরুত্বপূর্ণ এবং একই সাথে সময় সাশ্রয়ী গ্যাজেট।তবে বাজেটের ভেতর জিনিস মেলা দায়। সেকারণেই এই আর্টিকেলে জেনে নেওয়া যাক বাজেটের ভেতর কুয়ালিটি কিছু ব্লুটুথ ইয়ারফোন নিয়ে।
১. সনি ডব্লিউ আই সি২০০ঃ
এই ব্লুটুথ ইয়ারফোনটি ডিজাইনের দিক দিয়ে ছিলো অসাধারন। ইয়ারফোনটিতে ছোট একটি তার রাখা হয়েছে, যাতে গলাতে ঝুলিয়েও পরতে পারেন আপনি। এই ইয়ারফোনটির বক্স খুলে পেয়ে যাবেন কাঙ্খিত ইয়ারফোন, একটি চার্জিং ক্যাবল এবং কিছু এক্সট্রা ইয়ারটিপস। ইয়ারফোনটির দু’পাশে রয়েছে দুইটি বাটন। একটি হচ্ছে ‘ব্লুটুথ মডিউল ব্যাটারী’ এবং আরেকটি হচ্ছে ‘মাইক্রোফোন এবং সাউন্ড বাড়ানো-কমানো’। ফুল চার্জে এটি ব্যাকআপ দিবে ১২ ঘন্টা। সাউন্ড সেগমেন্টের দিক দিয়েও ইয়ারফোনটি ছিলো ক্রিস্টাল ক্লিয়ার। বেজ, ভোকাল এবং মিড’এর মিউজিকগুলো বেশ সুন্দরভাবেই শুনতে পাওয়া যাচ্ছিলো। ইয়ারফোনটি’র নয়েজ আইস্যালুশন ভালোই ছিলো। কানে ভালোমতো ফিট হয়ে যাওয়ায় বাইরের শব্দ অনেকটাই কম আসে। সব মিলিয়ে ‘সনি’ ব্র্যান্ডের এই ব্লুটুথ ইয়ারফোনটি ছিলো বেশ ভালো মানের একটি প্যাকেজ। বর্তমানে এটির দাম ৩,৫৯০ টাকা।
২. সনি ডব্লিউ আই সি৩১০ঃ
এই ব্লুটুথ ইয়ারফোনটিও অনেকটা আগের টির মতোই। তবে, ‘সনি’ আগের ইয়ারফোন টির থেকে বেশ কিছু জিনিস এগিয়ে রেখেছে এই ইয়ারফোনটিতে। বক্স খোলার পর আগেরটির মতোই পেয়ে যাবেন ‘ব্লুটুথ ইয়ারফোনটি, একটি চার্জিং ক্যাবল এবং কিছু ইয়ারটিপস। থাকছে দু’পাশে দুইটি বাটন। একটি ‘ব্লুটুথ মডিউল ব্যাটারী’র এবং আরেকটি ‘মাইক্রোফোন-সাউন্ড কন্ট্রোল’। সাউন্ডের দিক দিয়ে এই ইয়ারফোনটি আগেরটির থেকে অনেক বেজ যুক্ত। সাউন্ড এর অন্য সব দিক দিয়েই ক্লিয়ার ছিলো এই ইয়ারফোনটি। এটির মাইক্রোফোন কোয়ালিটিও ছিলো আগেরটির থেকে অনেক ক্লিয়ার। ফুল চার্জে এই ইয়ারফোনটি ব্যাকআপ দিবে ১৩ ঘন্টা। বর্তমানে এই ব্লুটুথ ইয়ারফোনটির দাম ৪,৫৯০ টাকা। দাম হিসেবে এই ব্র্যান্ডেড ব্লুটুথ ইয়ারফোনটি ছিলো বেশ অসাধারন।
৩. জেবিএল এভারেস্ট ১ ১০জিএঃ
ব্লুটুথ এই ইয়ারফোনটির বক্সটি ছিলো বেশ বড়। বক্স খোলার পরে পাওয়া যাবে কাঙ্খিত ইয়ারফোনটি, যেটা সুন্দরভাবে ডিজাইন করে বসানো থাকবে। আরও পাওয়া যাবে বড় একটি চার্জিং ক্যাবল, কয়েক জোড়া ইয়ারটিপস এবং জেবিএল’এর ব্র্যান্ডিং করা সুন্দর একটি পাউচ। ইয়ারফোনটির ডিজাইনটা ছিলো দেখার মতো। সাদা এবং হালকা নীল কালারের শেড, দেখতে অস্থির লাগছিলো। ইয়ারফোনটির তারের একপাশে রয়েছে বাটন। যেটিতে মাইক্রোফোন, সাউন্ড আপ-ডাউন এবং চার্জিং পোর্ট রয়েছে। ব্লুটুথ এই ইয়ারফোনটি কানের সাথে লেগে যাবে ভালোমতোই। বাইরের নয়েজ ভালোমতো সাইলেন্ট করে দিতে পারে এই ইয়ারফোনটি। সাউন্ড সেগমেন্টে অন্যান্য সব মিউজিকের চেয়ে, বেজের পরিমানটা ছিলো বেশি। পাশাপাশি অন্য মিড এবং ভোকালও বেশ ক্লিয়ার ছিলো। ফুল চার্জে ইয়ারফোনটি ব্যাকআপ দিবে ৮ ঘন্টা। বর্তমানে এই ব্লুটুথ ইয়ারফোনটির দাম ৪,৭০০ টাকা।