মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন আইওএস উন্মুক্ত করছে। আইওএস ১৪.৫ এর বেটা সংস্করণে থাকবে অ্যাপলওয়াচ দিয়ে আইফোনের লক খোলার ফিচার।
করোনাকালে সর্বত্র মাস্ক ব্যবহারের কারণে অনেক সময়ই আইফোনের ফেস আইডি খোলা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে অ্যাপলওয়াচে ট্যাপ করেই লক খোলা যাবে। তবে প্রথমে অ্যাপলওয়াচের লক খুলতে হবে।
জানা গেছে, আইওএস ১৪.৫ এ অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি ফিচার আরও যুক্ত হচ্ছে। যার মাধ্যমে ডেভেলপারদেরকে তথ্য সরবরাহের ক্ষেত্রে ব্যবহারকারীর মতামতকেই সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে।
ব্যবহারকারীদের কাছে আপডেটটটি পৌঁছাবে কয়েক মাস পর। আপডেটটির মাধ্যমে এক্সবক্স এক্স, এক্সবক্স এস সিরিজ ও প্লেস্টেশন ৫ কন্ট্রোলারের জন্য সাপোর্টও পাওয়া যাবে।
এর আগে মাস্ক পরে ফেস আইডি খোলার সুবিধার্থে আইওএস ১৩.৫ সংস্করণে ফেইস আইডির পাশাপাশি পাস কোড এন্টারের সুবিধা যুক্ত করে অ্যাপল।