বাজারে নতুন ফোন এনেছে নকিয়া। মডেল নকিয়া ৫.৪। নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল জানিয়েছে সম্প্রতি ইউরোপের বাজারে নতুন এই ফোন অবমুক্ত করা হয়।
স্পেসিফিকেশনসের দিক থেকে নকিয়া ৫.৪ মডেলে রয়েছে ৬.৩৯ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেলের।
ফোনটি চলবে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে।
নকিয়ার নতুন এই স্মার্টফোনের মূলত দুটি কালার অপশন রয়েছে: পোলার নাইট এবং ডাস্ক। স্মার্টফোনটিতে একটি পাঞ্চহোল ডিজাইন দেওয়া হয়েছে। তার সঙ্গেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চমৎকার এই মডেলে গুগল অ্যাসিসট্যান্ট বাটনও দেয়া হয়েছে।
৪ ও ৬ জিবি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। ইউরোপে ফোনটির দাম ১৮৯ ইউরো।