দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তা, সমস্যা, সম্ভাবনা, পণ্য সহ সার্বিক বিষয় তুলে ধরতে টেকজুম বিভাগ, জেলা ও এলাকা ভিত্তিক প্রতিনিধি নির্বাচন করছে। টেকজুম প্রত্যাশা করে এরফলে ইন্টারনেটে সমৃদ্ধ হবে দেশি পণ্যের কনটেন্টে।
আমাদের দেশে সম্পূর্ণ নতুন ”দেশি পণ্যের ইন্ড্রাস্ট্রি”। এ ইন্ড্রাস্ট্রির প্রচার ও প্রসার বাড়াতে ইন্টারনেটে প্রচুর পরিমাণ কনটেন্ট প্রয়োজন। দেশি পণ্যের ই-কমার্স ইন্ড্রাস্ট্রির স্বার্থে দেশের মিডিয়া, ইউনিভার্সিটি সহ সার্বিক মহলকে এগিয়ে আসতে হবে। টেকজুম মনে করে কিছু মানুষকে আর্টিকেল লেখায় উদ্ধুদ্ধ করতে পারলে ধাপেধাপে মানুষ আগ্রহী হবে এদিকে। তারই ধারাবাহিকতায় বিভাগ, জেলা ও কিছু এলাকায় লোক নির্বাচন করতেছে টেকজুম।
ইডেন মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স শেষ করেছেন উম্মে সাহেরা এনিকা। বর্তমানে পুরান ঢাকার নারিন্দায় বাস করছেন। তেজস্বীর সত্ত্বাধিকারী উম্মে সাহেরা এনিকা কাজ করেন টাই-ডাই বাটিক ও ব্লকের শাড়ি, থ্রি-পিস, শাল, ব্যাগ, ছেলেদের পোশাক ও মেয়েদের সেন্ডেল ইত্যাদি নিয়ে।
টেকজুমে দেওয়া এক সাক্ষাৎকারে (১৭ জুলাই ২০২০) এনিকা বলেন, ”আমার স্বপ্ন আছে পুরান ঢাকার ই-কমার্স নিয়ে। পুরান ঢাকাতে যারা ই-কমার্সে নারী উদ্যোক্তা রয়েছেন তাদের বিভিন্ন সমস্যা রয়েছে সেইগুলোর দিকে দৃষ্টি দেওয়ার সময় এসেছে বলে আমি মনে করি। আমি আমার সাধ্যমত পুরান ঢাকার ই-কমার্স নিয়ে কাজ করতে চাই।”
পুরান ঢাকার টেকজুম প্রতিনিধি নির্বাচিত হওয়ায় এনিকা বলেন, আমাকে পুরান ঢাকার প্রতিনিধি ঘোষনা করায় টেকজুম কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাচ্ছি। পুরান ঢাকার ই-কমার্স ও উদ্যোক্তা নিয়ে লেখার সুযোগ পেয়েছি এটি আমার জন্য আনন্দের এবং সম্মানের। আশা করি আমার দ্বায়িত্ব সঠিক ভাবে পালন সহ পুরান ঢাকার কথা দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দিতে পারবো।
তিনি আরও বলেন, টেকজুমে কাজ করার সুযোগ তৈরী হয়েছে ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ স্যারের জন্য। ২০১৯ সাল থেকে স্যারের দিকনির্দেশনা পেয়েছি। স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ (ডিএসবি) তে সময় দিয়ে নিজের লেখায় উন্নতি করার সুযোগ পেয়েছি। সবসময় দেশীয় পণ্যের প্রচারের সাথেই থাকবো ইনশাআল্লাহ।