স্যামসাং গ্যালাক্সি এই বছরে অনেকগুলো মিড এবং লো বাজেটের ফোন নিয়ে আসছে। তাদের মধ্যে অনেকগুলো ফোন লঞ্চ হয়ে গেছে। স্যামসাং গ্যালক্সি এবার নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ ৬২ মোবাইলটি। এই ফোনটি চলতি মাসের ১৫ তারিখে লঞ্চ হতে চলেছে। চলুন দেখে আসা যাক এই মোবাইলটির স্পেসিফিকেশন।
স্যামসাং গ্যালাক্সি এফ ৬২ তে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি বিশিষ্ট সুপার অ্যামোল্ড প্লাস ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১০৮০X২৪০০ পিক্সেল। ফ্যাবলেট টাইপের ডিভাইস হবে এটির। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে এবং সিমগুলো হবে ন্যানো সিম। অ্যান্ড্রোয়িড ভার্সন ১০ দেওয়া হবে উক্ত ফোনটিতে। এই ফোনটির চিপসেট দেওয়া হবে এক্সিনস ৯৮২৫ অক্টাকোর প্রসেসর । এই ফোনটির সাথে দেওয়া হবে হবে ৬ জিবি র্যাম ১২৮ জিবি স্টোরেজ এছাড়া অতিরিক্তভাবে ৫১২ জিবি স্টোরেজ ব্যবহার করা যাবে।
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেল এর কোয়াড ক্যামেরা সাথে থাকছে এল ই ডি ফ্ল্যাশ এছাড়া ফন্ট ক্যামেরাটি হবে ৩২ মেগাপিক্সেল এর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি তে ভিডিও করা যাবে। ক্যামেরাতে থাকছে এইচ ডি আর, প্যানোরামা, এ আই ক্যামেরা।
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.০, ইউ এস বি টাইপ সি পোর্ট, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য সুবিধা। ৪ জি হতে চলেছে এই ফোনটি এবং এটি নীল ও কালো রঙ এ পাওয়া যাবে বলে জানা গেছে। স্যামসাং গ্যালাক্সি এফ ৬২ তে দেওয়া হয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারী এবং ফাস্ট চার্জ এর সুবিধা তো মিলবেই। সাধারণত এখনকার মোবাইল গুলোতে এত বেশি অ্যাম্পিয়ার এর ব্যাটারি দেওয়া হয়না।
স্যামসাং গ্যালাক্সি এফ ৬২মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে ২৮,৯৯০ টাকা।