সম্প্রতি স্মার্টফোন ব্র্যান্ড গুলো চেষ্টা করছে বেশ কিছু দুর্দান্ত ফিচার্স ও আপগ্রেড নিয়ে আসতে। যেহেতু এটা ২০২১ সাল, অর্থাৎ এক জুগের সমাপ্তি,তাই স্মার্টফোন জেনারেশনে আপডেট আনাটা একটু জরুরীই হয়ে দাড়িয়েছে।
এখন দেখান পালা কোন স্মার্টফোন ব্র্যান্ড থাকবে এবছরের ট্রেন্ডিং লিস্টে !
‘নকিয়া’ মোবাইল ব্র্যান্ডের সাথে বেশিরভাগ মোবাইল প্রেমীরাই পরিচিত। এই ব্র্যান্ড একটা সময় মোবাইলের রাজত্ব চালিয়েছিলো। এর বাটন ফোনগুলোর কথা তো সবারই মনে আছে। তো এই ব্র্যান্ডটি এই বছর রিলিজ করতে যাচ্ছে এমন একটি বাটন ফোন, যেটি আজ থেকে ১৭ বছর আগে ব্যাবহার করা হতো। যেটির নাম ‘নকিয়া ৩৬৫০’। কি মনে আছে সবার। এই ফোনটি খুব শীঘ্রই আসতে চলেছে। তবে, আগের মডেলেটির থেকে নতুন মডেলটিতে কিছু পরিবর্তন হতে পারে। এই ফোনটি এ বছরের মাঝামাঝি সময়ে রিলিজ হতে পারে।
‘গুগল’ তাদের ‘গুগল পিক্সলে’র ফোন দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই মোবাইল বাজারে কাপন ধরিয়ে দিয়েছিলো। তারা তাদের এই ‘পিক্সেলব সিরিজের নতুন একটি আপডেট স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। যেটির ক্যামেরার মাধ্যমেই আপনি দেখতে পারবেন আপনার হার্ট রেট। অর্থাৎ আপনার হার্ট রেট কেমন রয়েছে সেটা দেখতে পারবেন ‘গুগলে’র আপডেট ফোনগুলোতে। ‘গুগল’ তাদের এরকম কিছু আপডেট ফোন খুব শীঘ্রই বাজারে নিয়ে আসবে। এর যাত্রা শুরু হতে পারে এ বছরের শেষ দিয়ে।
‘অ্যাপল’ বাজারে তাদের নতুন একটি মিনি ফোন কিছুদিন আগে রিলিজ করেছিলো, যেটার নাম ছিলো ‘আইফোন ১২ মিনি’। তবে দুঃখের বিষয় হচ্ছে ‘অ্যাপল’ তাদের এই ফোনটি শীঘ্রই বাজার থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। কারন, এটির প্রতি কাস্টমারদের চাহিদা অতটা নেই। যদি কেউ এই ফোনটি কিনতে চান তাহলে আগে থেকেই কিনে রেখে দিতে পারেন। হয়তো কিছুদিন পর খুজলেও পাওয়া যাবেনা এই ফোনটি।
‘শাওমি’ মোবাইল বাজারে প্রতিবছরই ধ্বস লাগায়, এটা সবারই জানা। তো তাদের তরফ থেকে একটি নিউজ রিসেন্টলি বের হয়েছে। সেটি হচ্ছে ‘শাওমি’ এ বছর নেক্সট টাইমে যেসব স্মার্টফোন বের করবে, সেগুলোর বেশিরভাগই থাকবে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত। ‘শাওমি’ এ বছর যেসব স্মার্টফোন বের করেছে এবং যেগুলোর আপডেট এ বছর দিয়ে দিয়েছে, সেগুলো তো হলোই। এরপরের স্মার্টফোনগুলো আসবে এরকম মেগাপিক্সেলের ক্যামেরার সাথে। সেই সাথে এর মধ্যে কিছু ফোন থাকবে মিড বাজেট রেঞ্জে, যেটি অবশ্যই একটি ভালো ব্যাপার।
‘রিয়েলমি’ তাদের নতুন একটি স্মার্টফোনের মডেল আমাদের প্রতিবেশী দেশ ‘ভারতে’ রিলিজ করছে যাচ্ছে এ মাসের শেষের দিকে। ফোনটির মডেলের নাম হচ্ছে ‘রেস’। যেই ফোনটিতে দেয়া হয়েছে ‘স্ন্যাপড্রাগন’ প্রসেসরের লেটেস্ট ভার্সন। আরেকটি অসাধারন ব্যাপার হচ্ছে এই ফোনটিতে দেয়া হবে ১২৮ ওয়াটের ফাস্ট চার্জার। বুঝতেই পারছেন, কি জিনিস আসতে চলেছে। ‘ভারতে’ এ মাসে রিলিজ হলেও আমাদের দেশে কবে নাগাদ এই স্মার্টফোনটি আসবে সেটির সঠিক তথ্য জানা নেই। হয়তো আমাদের দেশে এই ফোনটি এ বছরের শেষের দিকে আসতে পারে।