দেশি কুর্তি বিক্রেতা অনলাইন প্রতিষ্ঠান ”বিনয়া” আয়োজন করেছে কাস্টমার মিটআপ এবং ব্রাইডাল কুর্তিতে সাজিয়েছে বউ।
গতকাল (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর ক্লাবমিক্স রেস্টুরেন্টে প্রায় পঞ্চাশ জন কাস্টমার নিয়ে এ মিটআপ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বিভন্ন প্রান্ত থেকে আসা কাস্টমার সহ মিটআপে উপস্থিত ছিলেন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ। ব্রাইডাল কুর্তিতে বউ সেজেছে কৈফিয়া’স তাঁতঘর এর স্বত্বাধিকারী রওশন আরা।
শাড়ি পরে বাঙালি বিয়ের প্রচলন থাকলেও কুর্তিতে বিয়ের নতুন বার্তা দিতে চায় বিনয়া। অনেক সময় দেখা যায় নতুন বউ শাড়ি ব্যবহারে দক্ষ নয়। তাদের জন্য আদর্শ পোশাক হতে পারে দেশি কুর্তি। ব্যবহারে আরামদায়ক এবং দামেও কম দেশি কুর্তি।
কাস্টমার মিটআপের বউ রওশন আরা টেকজুম কে বলেন, বিয়ে অনুষ্ঠানে দেশি ব্রাইডাল কুর্তি ব্যবহার করলে নিজেকে আনকম লাগবে এবং গরমের দিনেও আরামদায়ক হবে। তিনি আরও যোগ করে বলেন, বাঙালি নারীদের বিদেশি কুর্তির চেয়ে দেশি ব্রাইডাল কুর্তিই সবচেয়ে আরামদায়ক হবে।
বিনয়ার কাস্টমার তাসনীম তরী কাস্টমার মিটআপ উপস্থিত হয়ে বলেন, আমাদের দেশী কাপড়ের তৈরী কুর্তি অনেক আরামদায়ক ও স্মার্ট। তিনি আরও বলেন, ব্যবহারে হালকা হওয়ায় বিশ্ববিদ্যালয় কিংবা অফিসে সারাদিন পরে থাকা যায়।
বিনয়ার স্বত্বাধিকারী রাবেয়া সুলতানা দিপু টেকজুম কে বলেন, গতকাল ছিলো বিনয়ার প্রথম কাস্টমার মিটআপ। এটির অন্যতম উদ্দেশ্য ছিলো কাস্টমারদের সাথে সুসম্পর্ক তৈরী করা। আমরা যেহেতু অনলাইনে পণ্য বিক্রি করি তাই ক্রেতাদের সাথে দেখা করে কথা বলার সুযোগ খুব কম। সুলতানা দিপু আরও বলেন, আমাদের প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কে ক্রেতাদের ভালো-খারাপ লাগা জানতে পেরেছি এবং বিভিন্ন পরামর্শ পেয়েছি। মিটআপে ব্রাইডাল কুর্তির বউয়ের আইডিয়া সম্পর্কে জানতে চাইলে সুলতানা দিপু বলেন, মিটাআপে প্রধান আকর্ষণ ছিলো ব্রাইডাল কুর্তি। এটির পরামর্শ দিয়েছিলেন শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যার।
উপস্থিত ক্রেতা ও উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়ীক পরামর্শ দেন রাজিব আহমেদ। মিটআপে আলমিরা, ক্রাফটিক ও টেস্টবিডি স্পন্সর করেছে। তাদের দশ হাজার টাকার বেশি নগদ বিক্রি হয়েছে।