রেডমির মোবাইল গুলোর মত ইয়ারফোন গুলি ও বেশ জনপ্রিয়। রেডমি এবার নতুন ইয়ারফোন নিয়ে আসছে আমাদের মাঝে এবং সেটি হচ্ছে রেডমি এয়ার ডটস ৩। এই ইয়ারফোনটির সাথে দেওয়া হয়েছে বিশেষ কিছু গুণ যা একান্ত কাম্য হবে। সম্প্রতি চীনে লঞ্চ করা হয়েছে এই ইয়ারফোনটির। চলুন দেখে নেওয়া যাক উক্ত ইয়ারফোনটির স্পেসিফিকেশন।
রেডমি এয়ার ডটস ৩ এই ইয়ারফোনটির দেওয়া হয়েছে টাচ কন্ট্রোল যার মাধ্যমে কল রিসিভ, রিজেক্ট, মিউজিক কন্ট্রোল ইত্যাদি কন্ট্রোল করা যাবে। এই ইয়ারফোনটিতে চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম এবং ব্লুটুথ দেওয়া হয়েছে ৫.২। এই ইয়ারফোনটির ওজন দেওয়া হয়েছে মাত্র ৫১ গ্রাম। চার্জের জন্য দেওয়া হয়েছে এখাবে ইউ এস বি টাইপ সি পোর্ট । রেডমি এয়ার ডটস ৩ এর সাথে দেওয়া হয়েছে ৪৩ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি এবং চার্জ বক্স এ দেওয়া হয়েছে ৬০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। সিঙ্গেল চার্জ এ ৭ ঘন্টা প্লেব্যাক দিবে এবং চার্জ কেস এ ৩০ ঘন্টা ব্যাকআপ দিবে। ফুল চার্জ হতে ১.৫ ঘন্টা টাইম নিবে। রেডমি এয়ার ডটস ৩ ইয়ারফোনটির সাথে দেওয়া হয়েছে পানি প্রতিরোধী ক্ষমতা, এই বিষয়টি আমার খুব ভাল লেগেছে। এই ইয়ারফোনটি সাদা, গোলাপী এবং নীল রঙ এ পাওয়া যাবে। ইয়ারফোনটি আমার খুব ভাল লেগেছে, আপনি ব্যবহার করে দেখতে পারেন।
রেডমি এয়ার ডটস ৩ এর মূল্য নির্ধারণ করা হয়েছে চীনের মূল্য অনুযায়ী ১৯৯ সি এন ওয়াই যার বাংলাদেশী মূল্য হবে ২,৬৫০ টাকা।