ভিভো মোবাইল মোবাইল বাজারে এক উচ্চতর ব্র্যান্ডের নাম যার প্রশংসা সবার মুখে। ভিভো এবার মোবাইলের পাশাপাশি ইয়ারফোনের ও বাজার ধরে রাখতে চায় তাই ভিভো নিয়ে আসছে ভিভো ওয়্যারলেস হেডসেট এইচ পি ২১৫৪। ইতিমধ্যে চীনে লঞ্চ হয়ে গেল এই ইয়ারফোনটির। নেকব্যান্ড ডিজাইনের তৈরি করা হয়েছে এটি। চলুন দেখে নেওয়া যাক উক্ত ইয়ারফোনটির স্পেসিফিকেশন।
ভিভো ওয়্যারলেস হেডসেট এইচ পি ২১৫৪ এর ওজনদেওয়া হয়েছে মাত্র ২৪ গ্রাম। এবং এটির সারা দেওয়া ক্ষমতা দেওয়া হয়েছে ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ পর্যন্ত। এখানে দেওয়া হয়েছে ৫.০ ব্লুটুথ। নেকব্যান্ডে ট্র্যাক বদলানোর জন্য এবং শব্দ কন্ট্রোলের জন্য সুযোগ রয়েছে। ইয়ারফোন বের করলে নিজে থেকেই গান বন্ধ হয়ে যাবে। ভিভো ওয়্যারলেস হেডসেট এইচ পি ২১৫৪ তে দেওয়া হয়েছে ১২৯ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে ১৮ ঘন্টা পর্যন্ত। মাত্র ১০ মিনিট চার্জ দিলেই ৫ ঘন্টা পর্যন্ত চার্জ যাবে। পুরোপুরি চার্জ হতে ১ ঘন্টা সময় নিবে। এই নেকব্যান্ড এর বিশেষ গুণ হল এটি জল প্রতিরোধী। চার্জের জন্য দেওয়া হয়েছে এখাবে ইউ এস বি টাইপ সি পোর্ট । আলোচিত নেকব্যান্ডটি আমার বেশ ভাল লেগেছে। আপনি ও ব্যবহার করতে পারেন।
ভিভো ওয়্যারলেস হেডসেট এইচ পি ২১৫৪ এর মূল্য নির্ধারণ করা হয়েছে চীনের মূল্য অনুযায়ী ২৯৯ সি এন ওয়াই যার বাংলাদেশী মূল্য হবে ৩,৯৩৮ টাকা। চলতি মাসের ১২ তারিখ হতেই পাওয়া যাবে এই নেকব্যান্ডটি।