দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সম্প্রতি ‘লেট হার এক্সপ্লোর, টু কনকার’ শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে।
হরলিকসের কো-স্পন্সরশিপে এই ক্যাম্পেইনটি মার্চের ৭ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে এবং দারাজে এই সময়সীমার মধ্যে ক্রেতারা বিভিন্ন অফার উপভোগ করতে পারবে।
মার্চের ৫-৮ তারিখের মধ্যে গ্রাহকরা ‘পাওয়ারউইমেন’ কোডটি ব্যবহার করে (সর্বনিম্ন অর্ডার ৫০০ টাকা) বিভিন্ন পণ্যের ওপর ৮% (সর্বোচ্চ ছাড় ৫০০ টাকা) পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন এবং মার্চের ১৫ তারিখ পর্যন্ত বিকাশ পেমেন্টের উপর ১০% তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। তাছাড়া, গ্রাহকরা দারাজ ফ্যান ক্লাবে তাদের ‘পাওয়ার উইম্যানের’ গল্প শেয়ার করে আকর্ষণীয় উপহার জিতে নেওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ই-কমার্স প্রতিষ্ঠান হিসাবে দারাজ সর্বদা নারী ক্ষমতায়নে বিশ্বাসী। এই মানসিকতা প্রতিষ্ঠানটির কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রতিফলিত হচ্ছে। বর্তমানে, দারাজে ৩৬৪ জন নারী কর্মরত রয়েছেন এবং এর মধ্যে অনেকেই টিম লিড হিসেবে কাজ করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন: প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্টস হেড মঞ্জুরি মল্লিক, সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের হেড তানজিলা রহমান, চিফ কাস্টমার অফিসার – ফারহানা রফিকুজ্জামান, লিগ্যাল অ্যান্ড কর্পোরেট হেড ইসমাত জেরিন খান, পিআর, মিডিয়া ও কমিউনিকেশন হেড – সায়ন্তনী ত্বিষা এবং সুমিয়া রহমান, ক্যাটাগরি ডিরেক্টর অফ ফ্যাশন এন্ড জেনারেল মার্চেন্ডাইসিং।
দারাজের ম্যানেজিং ডিরেক্টর- সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের দেশের সত্যিকারের বিকাশের জন্য নারীদের ক্ষমতায়ন আবশ্যক, যার ফলে আমাদের প্রতিষ্ঠানে অনেক নারী কাজ করছেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা নারীদের অবদানের জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।’
একই বিশ্বাস সবার মাঝে ছড়িয়ে দিতে দারাজ (https://www.daraz.com.bd/) এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই ক্যাম্পেইনের আওতায় শাড়ি, সালোয়ার কামিজ, ঘড়ি, জুতা, গহনা, স্বাস্থ্য এবং সৌন্দর্য পণ্য, মা এবং শিশুর যত্ন সম্পর্কিত পণ্য, গৃহ সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপ, খেলাধুলা এবং আউটডোর আইটেমের মতো পণ্যগুলো ক্রয় করা যাবে।