ভিডিও স্ট্যান্ডার্ড নিয়ে নকিয়া ও স্যামসাংয়ের মধ্যে এক পেটেন্ট লাইসেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফিনল্যান্ডভিত্তিক সেলফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নকিয়া গতকাল বিষয়টি নিশ্চিত করে। খবর রয়টার্স।
নকিয়া চুক্তির বিষয়ে জানালেও এর আওতায় থাকা আর্থিক বিষয়গুলো প্রকাশ করেনি। চুক্তির আওতায় কোরিয়াভিত্তিক সেলফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নকিয়াকে উদ্ভাবনের রয়্যালটি প্রদান করবে বলে জানানো হয়।
মূলত ভিডিও স্ট্যান্ডার্ড হলো ডিসপ্লে অ্যাডাপ্টার ডেভেলপমেন্টের এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সফটওয়্যার ডেভেলপাররা দেখতে পারেন যে মোবাইল স্ক্রিনে তাদের প্রোগ্রামিংটা কেমন হবে।
নকিয়ার পেটেন্ট পোর্টফোলিওতে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার প্রতিষ্ঠানের অংশীদারিত্ব রয়েছে। এদের মধ্যে ৩ হাজার ৫০০-এর অধিক সংস্থা আছে, যারা ফাইভজি প্রযুক্তির মোবাইল ফোন উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত।
প্রতিষ্ঠান দুটোর মধ্যে এমন এক সময়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যখন এর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এরিকসন স্যামসাংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা দায়ের করেছে। রয়্যালটি মূল্য ও পেটেন্ট লাইসেন্স নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা করে এরিকসন।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের পক্ষ থেকে বলা হয়, এরিকসনের অভিযোগের ভিত্তিতে মার্কিন আদালত এ নিয়ে তদন্ত করবে। ফোরজি ও ফাইভজি তারবিহীন সেলুলার যোগাযোগ অবকাঠামো পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট বেশকিছু পেটেন্ট চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ স্যামসাংয়ের বিরুদ্ধে।