টেকনো মোবাইল টেকনো স্পার্ক ৭ নিয়ে ব্যবসা সফল হয়েছে। সেই কারণে জনগণের চাহিদার ওপর আবার এই ফোনটির নতুন একটি ফোন নিয়ে আসছে আমাদের মাঝে এবং সেই ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক ৭ পি। এটি একটি লো বাজেটের ফোন হতে চলেছে। অনেক ক্রেতা সবসময় খুজে থাকেন লো বাজেটের ফোন তাদের জন্য এই ফোনটি উপযোগী হবে। চলতি মাসেই লঞ্চ হতে চলেছে এই ফোনটির। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
চলুন আলোচনা করা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়েঃ
টেকনো স্পার্ক ৭ পি মোবাইলটির ডিসপ্লে দেওয়া হবে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ৭২০X১৬৪০ পিক্সেল। এই মোবাইলটির আয়তন হবে ১৭১.৯X৭৭.৯X৯.২ মিলিমিটার। উক্ত ফোনটির রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ৯০ হার্জ। কম বাজেটের ফোন অনুযায়ী এই ফোনটিতে রিফ্রেশ রেট ভালই দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ২৬৩। এটি একটি ফ্যাবলেট টাইপের ডিভাইস হতে চলেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়েঃ
উক্ত মোবাইলটির সাথে দেওয়া হবে ১৬ মেগাপিক্সেল এর একটি রিয়ার ক্যামেরা সাথে থাকছে কোয়াড এল ই ডি ফ্ল্যাশ। এবং ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে ৮ মেগাপিক্সেল এর। উভয় ক্যামেরা দিয়ে ৭২০ পি ৩০ এফ পি এস ভিডিও রেকর্ড করা যাবে। উক্ত ক্যামেরা গুলোর সাথে দেওয়া হয়েছে এইচ ডি আর, অটোফ্ল্যাশ, পি ডি এ এফ, এ আই ক্যামেরা।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির হার্ডওয়্যার নিয়েঃ
টেকনো স্পার্ক ৭ পি মোবাইলটির চিপসেট দেওয়া হবে মিডিয়াটেক হেলিও জি ৭০। সি পি ইউ থাকবে অক্টাকোর প্রসেসর। জিপিইউ হবে মালি জি- ৫২ ২ ই ই এম সি ২। ২ টি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি যার একটিতে দেওয়া হবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ফোন স্টোরেজ এবং অন্যটি হবে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এই মোবাইলটিতে দেওয়া হবে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। এছাড়া এই ফোনে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। টেকনো স্পার্ক ৭ পি দেওয়া হবে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। উক্ত ফোনটির সাথে আরো দেওয়া হবে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.০, ইউ এস বি টাইপ সি ২.০ পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ৩.৫ মিলিমটার অডিও জ্যাক এর সুবিধা। ৪জি বিশিষ্ট ফোন হতে চলেছে এই ফোনটি। আল্পস ব্লু, স্প্রুস গ্রীন, ম্যাগনেট ব্ল্যাক এবং সামার মজিটো রঙ এ পাওয়া যাবে এই ফোনটি।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির মূল্য নিয়েঃ
টেকনো স্পার্ক ৭ পি মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১৩,১৯৯টাকা।