ইদানিং দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি কোনো অংশে ভালো বলা চলে না । গড়ে প্রতিদিন ৬ হাজার রোগী আক্রান্ত ও রেকর্ড পরিমান মৃত্যু যেনো একেক দিন একেক টা রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিচ্ছে । সুতরাং এমতাবস্থায় সেফটির বিষয় নিশ্চিত না করা অব্দি বাড়ি থেকে বের হওয়া মুশকিল !
আমরা যখন বাড়ি থেকে বের হচ্ছি তখন হাতে গ্লাভস , মুখে মাস্ক পড়ে নিজেদের সচেতনতার ব্যপারটি নিশ্চিত করলেও একটি বিষয় বারংবার ছাড়া পেয়ে যাচ্ছে । সেটি হলো নিজেদের স্মার্টফোন । কারণ অকারণে স্মার্টফোন রাস্তা ঘাটে বের করার অভ্যাস মহামারির সময়ে কালেও বদলায়নি । সে কারণে ফোনের মাধ্যমে ভাইরাস বহন করে নিয়ে আসার ঝুকি থাকে যথেষ্ট ! এমতাবস্থায় কিভাবে করোনা ভাইরাস থেকে রক্ষা করবেন আপনার স্মার্টফোন ?
সাধারণত অনেকেই ব্যবহার করছেন ক্ষার , এসিড বা এলকহল জাতীয় পদার্থ ,তবে এতে করে অনেক সময় ফোনের যে অপূরণীয় ক্ষতি হয় তা বলার অপেক্ষা রাখে না । অনেক সময় ফোনের কালার কোটিং নষ্ট হয়ে যায় । আবার যাদের ফিচার্স ফোন বা পুরোনো মডেলের ফোন তাদের ফোনের হার্ডওয়ার নষ্ট হয়ে যায় । ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায় । এক পর্যায় ব্যবহারের অন্যপোযোগী হয়ে পড়ে স্মার্টফোনটি । তাহলে এখন উপায় ?
করোনা ভাইরাস থেকে মুক্ত রাখবেন যেভাবেঃ
ব্যবহার করতে পারেন একটি প্লাস্টিক ব্যাগ , যেটি দ্বারা খুব সহজে ফোন সিল করে রাখা যেতে পারে । বাজারে এমন অনেক সিলিং ব্যাগ পাওয়া যায় যেগুলো ব্যবহার করা হলে ফোনের টাচ রেস্পন্স বেশ ভালো পাওয়া যায় । এছাড়া যেকোনো একটি আবরণী ব্যবহার করে সুরক্ষিত রাখতে পারেন একতার ফোন । ফিচার্স ফোনের ক্ষেত্রে বাজারে অনেক বেস পাওয়া যায় । যেগুলো ফোনের পা থেকে মাথা অব্দি আবরণ দ্বারা আবৃত করে রাখে । চাইলে ব্যবহার করতে পারেন সেই কেস ।
অতঃপর বাসায় এসে নিজেকে পরিচ্ছন্ন করার পাশাপাশি ভালো করে পরিষ্কার করে নিতে পারেন সেই কেস,সিলিং ব্যাগ অথবা আবরণীটি , যাতে তা পরবর্তী সময় ব্যবহারের উপযোগী থাকে এবং করোনা আশঙ্কা থেকে আপনি এবং আপনার আশে পাশের মানুষগুলো নিরাপদে থাকতে পারে । এতে করে একদিকে যেমন করোনা থেকে আপনার স্মার্টফোনটি বেচে থাকলো , অপর দিকে বাহ্যিক আঘাতের সম্মুখিন হওয়া থেকে বেচে গেলো !