স্যামসাং জেড লাইনআপে একাধিক ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এনেছে। তবে আগামীতে সেটি ফোল্ডেবল ট্যাবলেট পর্যন্ত বর্ধিত হতে পারে বলে জোরালে প্রমাণ পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা গেছে, স্যামসাং আগামী বছরে গ্যালাক্সি জেড ফোল্ড ট্যাব নামে বেন্ডেবল ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করেছে। নতুন ট্রেডমার্ক আবেদন পূর্বের গুজবকে সত্যি হিসেবে রূপান্তর করছে।
তিন ভাঁজযোগ্য ট্যাবলেটটি বিশ্বের প্রথম ফোল্ডেবল ট্যাবলেট হতে পারে। লেটস গো ডিজিটাল জানিয়েছে, গত ২৩ এপ্রিল ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অফিস (ইইউআইপিও) অপিসে স্যামসাং ট্রেডমার্ক আবেদন করেছে। যেখানে ‘স্যামসাং জেড ফোল্ড’ উল্লেখ করা হয়েছে। স্মার্টফোন ও ট্যাবলেট উভয়ের জন্য ট্রেডমার্কটি করা হচ্ছে।
গতবছর কোম্পানিটি গ্যালাক্সি জেড এবং জেড ফ্লিপ নামে ট্রেডমার্ক করে। সেখানে শুধুমাত্র স্মার্টফোনের কথা উল্লেখ ছিলো।