২০৪১ সাল নাগাদ বিশ্বের বুকে নেতৃত্ব দেবে দেশীয় বহুজাতিক প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ওয়ালটন। এক্ষেত্রে সরকারের সব প্রকার নীতিগত সহয়তা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
২৬ এপ্রিল ‘ওয়ালটন ল্যাপটপ স্টে হোম অফার অ্যাট ওয়ালটন ই-প্লাজা’ শীর্ষক এক ডিক্লারেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,’জাপান, সাউথ কোরিয়া, চায়না যেভাবে বিশ্বে ডিজিটাল ইকোনমির নেতৃত্ব দিচ্ছে ২০৪১ সালের মধ্যে বিশ্বের ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের ওয়ালটন ডিজিটেক নেতৃত্ব দেবে। জাপানের সনি, তোশিবা; কোরিয়ার স্যামসাং, এলজি সারা বিশ্বে আজ নেতৃত্ব দিচ্ছে আমাদের ওয়ালটনকেও ২০৪১ সাল নাগাদ বিশ্বের বুকে নেতৃত্ব দেয়ার জন্য তৈরি করতে পারবো। তার জন্য সরকারের নীতিগত সহায়তা আমরা দেয়ার জন্য প্রস্তুত আছি।’
প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও জানান, দেশীয় প্রতিষ্ঠানের বিস্তারে সরকার সব সময় কাজ করে যাচ্ছে। স্থানীয় পণ্যগুলো দেশে যেনো অগ্রাধিকার পায়, প্রতিবছরের বাজেটে এই বিষয়টি লক্ষ্য রাখা হয়।
তিনি বলেন, ‘প্রতি বছর বাজেটে আমাদের নতুন নতুন কৌশলপত্রগুলো নির্ণয় করা হয় সেখানে আমাদের স্থানীয় উৎপাদিত পণ্যগুলো যেনো অগ্রাধিকার পায় তার জন্য আমরা সবসময় পাশে থাকি। এবারেও আমরা এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেছি। তাদের কাছে দেশীয় পণ্যকে আমরা যেনো অগ্রাধিকার দেই সেজন্য প্রয়োজনীয় চিঠিগুলো দিয়েছি। ‘
করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তিকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। গত ১৩ মাসে অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় কলসেন্টার ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তার যে কর্মসূচী তা আরও বেগবান করা হয়েছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন ২০১৫ সালের ৬ আগস্ট ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় দেশে ডিজিটাল ডিভাইসের চাহিদার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৯৪ টি আইটেমের খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক কমিয়ে ১ শতাংশ করা হয় । এর ফলে দেশে ৮টির বেশি মোবাইল যন্ত্রাংশ সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ওয়ালটন ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উৎপাদন এবং বিদেশেও রপ্তানি করছে।
গ্রামে বসেই একজন নাগরিক শহরের সকল আধুনিক সুবিধা যেন পায় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আমার গ্রাম আমার শহর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি নিজস্ব পণ্য ও উদ্ভাবন দিয়ে আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন। ওয়ালটন পণ্য ক্রয় ভিজিট করুন waltonbd.com।
অনলাইনে সংযুক্ত অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়ালটন ডিজিটেক এর চেয়ারম্যান রেজাউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইভা রেজওয়ানা, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উদ্যোক্তা সাবিহা জেরিন অর্না।