বহুল প্রতীক্ষার পরে ডেল এর বেশ কয়েকটি ল্যাপটপ একসাথে মুক্তি দিতে চলেছে। সেই ল্যাপটপগুলোর মধ্যে একটি হচ্ছে ডেল প্রিসিসন ৩৫৬১ ল্যাপটপ। আজকে আমরা আলোচনা করব এই ল্যাপটপটি নিয়ে। ডেল প্রিসিসন ৩৫৬১ ল্যাপটপটিতে দেওয়া হয়েছে উন্নতমানের প্রযুক্তি এবং এর ফিচার দেওয়া হয়েছে অত্যাধুনিক। চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
ডেল প্রিসিসন ৩৫৬১ ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ইউ এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ৩৮৪০X২১৬০ পিক্সেল। এখানে আরো দেওয়া হয়েছে ৪০০ নিটস ডিসপ্লে ব্রাইটনেস এবং ৬০ হার্জ এর রিফ্রেশ রেট। উক্ত ল্যাপটপটির ওজন হবে মাত্র ১.৭৯ কেজি। এই ল্যাপটপটির সাথে দেওয়া হবে ইন্টেল কোর আই ৯ ১১ জেনারেশন প্রসেসর যার সাথে দেওয়া হবে ৪ জিবি র্যাম ও ৫০০ জিবি এর হার্ডডিস্ক। র্যামের স্পীড দেওয়া হয়েছে এখানে ৩২০০ মেগাহার্জ জি পি ইউ দেওয়া হয়েছে এনভিডিয়া টি ৬০০। এই ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২ এর সুবিধা। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ফুল এইচ ডি এর ওয়েব ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট, ডুয়েল স্পীকার সহ যাবতীয় সুবিধা। উক্ত ক্যামেরার মাধ্যমে খুব ভালভাবে ভিডিও কলিং করা যাবে। ডেল প্রিসিসন ৩৫৬১ ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ৯৬ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে অতুলনীয়। গেমিং সহ সবরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে এই ল্যাপটপ থেকে। ল্যাপটপটি আমার কাছে খুব ভাল লেগেছে।
ডেল প্রিসিসন ৩৫৬১ ল্যাপটপ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য এখনো সঠিকভাবে নির্ধারণ করা হয়নি তবে এর প্রত্যাশিত মূল্য বাংলাদেশের মূল্য অনুযায়ী ১,১০,০৪৭ টাকা।