ভায়ো ল্যাপটপ সব সময় হাই বাজেটের ল্যাপটপ দিয়ে থাকে আমাদের মাঝে। ল্যাপটপগুলো বেশ মানসম্মত। এই ল্যাপটপটি এবার নতুন একটি ল্যাপটপ নিয়ে আসছে। সেই ল্যাপটপটি হচ্ছে ভায়ো জেড (২০২১)। এটি একটি ফিচারসম্পন্ন ল্যাপটপ হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
ভায়ো জেড (২০২১) ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ৩৮৪০X২১৬০ পিক্সেল। এই ল্যাপটপটির ওজন হবে মাত্র ১.০৬ কেজি এবং এর আয়তন হবে ৩২০.০X২২০.৮X১২.২ মিলিমিটার। এই ল্যাপটপটির সাথে দেওয়া হবে কোয়াড কোর আই ৭ ১১ জেনারেশন প্রসেসর যার সাথে দেওয়া হবে ৩২ জিবি র্যাম ও ২ টিবি এর এস এস ডি। উক্ত ল্যাপটপটির গ্রাফিক্স দেওয়া হয়েছে ইন্টেল আইরিস এক্স ই গ্রাফিক্স। ক্লক স্পীড দেওয়া হয়েছে এখানে ৩.৩ গিগাহার্জ। এই ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২ এর সুবিধা। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ২.০ মেগাপিক্সেল এর হ্যালো ওয়েব ক্যামেরা, ব্যাকলাইট কীবোর্ড সহ যাবতীয় সুবিধা। ভায়ো জেড (২০২১) ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ৫৩ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে অতুলনীয়। উক্ত ব্যাটারিতে ১০ ঘন্টার ও বেশি সময় ব্যাকআপ দিবে। গেমিং সহ সবরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে এই ল্যাপটপ থেকে। ল্যাপটপটি আমার কাছে খুব ভাল লেগেছে।
ভায়ো জেড (২০২১) ল্যাপটপ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মূল্য অনুযায়ী ৪,০৯,১২০ টাকা।