চীনা টেক জায়েন্ট হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএসের নতুন সংস্করণ (২.০) অবমুক্ত করা হয়েছে। এশীয় অঞ্চলের হুয়াওয়ে স্মার্টফোন ও এ ধরনের ডিভাইসকে লক্ষ্য করে এই সংস্করণটি আনা হয়েছে।
গত ১৬ ডিসেম্বর হারমোনিওএস ২.০ মোবাইল ডেভেলপার বেটা সংস্করণ উন্মুক্ত করেছিল হুয়াওয়ে।
বর্তমানে শুধুমাত্র চীনে অপশনটি চালু রয়েছে। বৃহস্পতিবারের মতো বিশ্বের অন্যান্য দেশেও নিবন্ধন চালু হতে পারে। যারা মাই হুয়াওয়ে অ্যাপটি ব্যবহার করছে তার আপডেট স্ক্রিণটিতে খেয়াল রাখতে পারেন, কারণ সেখানেই নিবন্ধনের জন্য বাটনের দেখা মিলবে।
হুয়াওয়ে বৃহৎ পরিসরে অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করার আগে স্বল্প পরিসরে ব্যবহারকারীদের কাছে ওএসটি উন্মুক্ত করবে। আর সেখান থেকে কোনো ত্রুটি আছে কিনা সেটি পরীক্ষা করে দেখা হবে।
পছন্দের যেকোনো পণ্য অর্ডার করলতে ক্লিক করুন
এদিকে, হারমোনিওএসের চীনা সংস্করণ হংমেং নিয়ে আইনী লড়াইয়ের মুখোমুখি হয়েছে হুয়াওয়ে। হুইজু কিবেই টেকনোলজি ইতিমধ্যে হংমেং এর ট্রেডমার্কের মালিক হওয়ায়, চাইনিজ স্টেট ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অথরিটি (সিএসআইপিএ) হুয়াওয়ের অধীনে হংমেং ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন গ্রহণ করেনি। ধারণা করা হচ্ছে হুয়াওয়ে এবং হুইজু একটি চুক্তির মধ্যে আসবে এবং ট্রেডমার্কটির মালিকানা পরিবর্তন হবে।
বাজারের ৮৫ শতাংশের মতো স্মার্টফোন চলে অ্যানড্রয়েডে। এর পরেই আছে অ্যাপলের স্মার্ট ডিভাইস উপযোগী অপারেটিং সিস্টেম আই ওএস। স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম (টাইজেন) থাকলেও সেটি এখনো এতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি।
অপারেটিং সিস্টেম হারমোনি ওএস হুয়াওয়ে ইকোসিস্টেমের বাইরেও চলবে।হুয়াওয়ের কনজিউমার বিজনেসের প্রধান রিচার্ড ইউ জানিয়েছেন, অন্যান্য চীনা মোবাইল কোম্পানিগুলোর জন্য গুগল মোবাইল সার্ভিস ও প্লে স্টোর নিষিদ্ধ করলেও সমস্যা নেই। সব চীনা স্মার্টফোনেই চলবে হারমোনি ওএস।
২০১৯ সালে হুয়াওয়ের নাম কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। নতুন ডিভাইসে গুগল মোবাইল সার্ভিস ও প্লে স্টোর যুক্ত করার সুযোগ বন্ধ হয়ে যায় হুয়াওয়ের।
পছন্দের যেকোনো পণ্য সব থেকে কমদামে অর্ডার করতে ক্লিক করুন
এরপরই নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির কাজে গতিশীলতা আনে হুয়াওয়ে। হারমোনিওএসকে অন্যান্য চিপসেটে চলার উপযোগী ও ওপেন সোর্স করে দিতে হবে। তবেই অন্যরা ওএসটি ব্যবহার করতে পারবে। এখন না হলেও ভবিষ্যতে ওএসটি ওপেন সোর্স করে দেওয়ার পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের।