পথচারীদের সুরক্ষায় মোবাইল অ্যাপ নিয়ে এসেছে এলজি ইলেকট্রনিক্স। স্মার্টফোন ব্যবসা থেকে মুখ ঘুরিয়ে নিলেও সফটওয়্যার খাতে নিজেদের উপস্থিতি বজায় রাখতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। আনকোড়া এই পদক্ষেপ সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।
অ্যাপটির নাম ‘সফট ভি২এক্স’। ভি২এক্স বলতে বুঝায় ‘ভেহিকেল টু এভরিথিং’ বা ‘সবকিছুর জন্য বাহন’। এটি ব্যবহারকারীদেরকে পথচারী ও গাড়ির সংঘর্ষের ঝুঁকি সম্পর্কে অবহিত রাখবে। গাড়ির সম্ভাব্য সংঘর্ষ এবং সড়ক দূর্ঘটনার ব্যাপারেও জানাবে।
এলজি’র এই অ্যাপ ব্যবহারকারীর অবস্থান ডেটা, কোন দিকে তিনি যাচ্ছেন এবং ক্লাউড সিস্টেমে রিয়েল টাইমে গতির বিষয়টি নজরে রাখবে। শব্দ, কম্পন এবং সতর্কতা বার্তা দিয়ে সংঘর্ষের ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীকে অবহিত করবে ভি২এক্স।
ইয়োনহাপ নিউজ এজেন্সির সংবাদ বলছে, এই পথচারী সুরক্ষা সমাধান দক্ষিণ কোরিয়ার কোঅপারেটিভ-ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম (সি-আইটিএস) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে করে তারা সড়ক ট্রাফিক এবং চালনা অবস্থার ব্যাপারে তথ্য পাবে।
সফট ভি২এক্স ইনস্টলড নেই এমন সম্ভাব্য সংঘর্ষের ব্যাপারে জানাতে অ্যাপটি স্মার্ট সিসিটিভি ব্যবহার করবে বলেও জানা গেছে।