দেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ শিকদার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বলে বেশির ভাগ গ্রাহকের আস্থা অর্জনের অভিযোগ উঠেছে আলেশা মার্টের বিরুদ্ধে । আলেশা মার্টের বেশির ভাগ গ্রাহক জানেন, এটি দেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ শিকদার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। এ জন্যই নাকি আলেশা মার্টের ওপর বেশি আস্থা গ্রাহকদের।
এ বিষয়ে বেশকিছু গ্রাহকের বক্তব্য জানা গেছে বিষয়টি। তাদের ভাষ্য, এত বড় গ্রুপের প্রতিষ্ঠান আলেশা মার্ট অন্তত টাকা মারবে না। এই বিশ্বাসে টাকা জমা দেয়া হয়েছে।
আলেশা মার্ট গ্রাহক একজন রাসেল। তার কাছে প্রশ্ন ছিল, ‘বাজারদরের চেয়ে অনেক কম টাকায় পণ্য পাচ্ছেন। প্রতারণার কথা মাথায় আসেনি?’‘বাজারদরের চেয়ে কম টাকায় বাইক দিচ্ছে বলেই তো অর্ডার দিয়েছি। শুধু আমি না, হাজার হাজার লোক অর্ডার দিচ্ছে। তা ছাড়া তাদের রিভিউও ভালো দেখলাম।
‘আরেকটি বিষয় হলো, আমি শুনছি আলেশা মার্ট নাকি শিকদার গ্রুপের। শুধু আমি না, আমার সঙ্গে যারা অর্ডার দিয়েছে। তারা সবাই জানে আলেশা মার্ট শিকদার গ্রুপের।’
আলেশা মার্ট শিকদার গ্রুপের কি না, সে বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার মনজুর আলম শিকদার বলেন, ‘অনেকে হয়তো জানে আলেশা মার্ট শিকদার গ্রুপের। অনেকে কমেন্টও করে।
‘কিন্তু শিকদার গ্রুপের সঙ্গে আলেশার কোনো সম্পর্ক নেই। দুটি ভিন্ন জিনিস। আমার বাড়ি আর শিকদার গ্রুপের মালিকের বাড়িও আলাদা জায়গায়।’