বিশ্ববিখ্যাত তাইওয়ানিজ প্রযুক্তি ব্র্যান্ড ‘জায়জেল’ পণ্যের বাংলাদেশের পরিবেশক হলো স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এখন থেকে স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের ডিলারদের মাধ্যমে সারা দেশে ‘Zyxel’ প্রযুক্তিপণ্যগুলো বিপণন ও বিক্রয়োত্তর সেবা দেবে।
স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান মো: রাশেদ আলী ভূঁইয়া বলেন, স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড সব সময়ই গ্রাহকদের হাতে গুনগত পণ্য পৌঁছে দিতে চায়। এরই ধারাবাহিকতায় স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পণ্যের তালিকায় তাইওয়ানিজ ব্র্যান্ড ‘Zyxel’ যুক্ত হল। আমরা আশা করছি, বাংলাদেশে গুনগত মান প্রত্যাশী ক্রেতাদের হাতে বিশ্বসেরা অ্যাক্সেসরিজ পণ্যের চাহিদা পূরণে সক্ষম হবে ‘জায়জেল’ ও স্টারটেক।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং পরিবর্ধন এখন লক্ষণীয়। পৃথিবী আমাদের হাতের মুঠোয় এই কথাটি এখন আর অসম্ভব বলে মনে হয় না। ইন্টারনেটের বদৌলতে এখন সম্ভব ঘরে বসেই বিশ্বকে ভ্রমন করা। তাই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এর জন্য আমাদের দরকার ভাল মানের নেটওয়ার্কিং ইকুইপমেন্ট, আর তাই এখন স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ‘Zyxel’ এর প্রডাক্টগুলো।
তাইওয়ানের অন্যতম নেটওয়ার্কিং ইকুইপমেন্ট ব্র্যান্ড ‘Zyxel’ চেষ্টা করে ভাল মানের প্রডাক্ট গ্রাহকদের জন্য তৈরী করার । বিভিন্ন রাউটার, মডেম, নেটওয়ার্কিং সুইচ, ফায়ারওয়াল, এবং মেস নেটওয়ার্কিং ইকুপমেন্ট তারা মূলত তৈরি করে থাকে।
‘জায়জেল’(Zyxel) এর প্রডাক্ট এখন পাওয়া যাবে স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ওয়েবসাইটে। (https://www.startech.com.bd/zyxel) ।