এক্স৭০ সিরিজ নিয়ে সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন আনল ভিভো। এক্স৭০ ও এক্স৭০ প্রো প্লাস নামে নতুন ফোনটিতে ক্যামেরা পার্টনার হিসেবে থাকছে প্রখ্যাত লেন্স কোম্পানি জিস। এর আগেও এক্স৫০ ও এক্স৬০ ফোনে ক্যামেরা পার্টনার ছিল তারা। নতুন ফোনটিতে আরো চমক হিসেবে থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি। এরই মধ্যে বেশ কয়েকটি স্মার্টফোন কোম্পানি তারবিহীন চার্জিং প্রযুক্তি গ্রহণ করেছে। এ তালিকায় সর্বশেষ সংযোজন চীনা কোম্পানি ভিভো।
ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসরের সঙ্গে থাকছে ৬ দশমিক ৭৮৩ ইঞ্চি ১৪৪০ পি ওএলইডি স্ক্রিন। ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি চার্জিংয়ের জন্য থাকছে ভিভো ৫৫ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। এক্স৭০ সিরিজটি হতে যাচ্ছে ভিভোর প্রথম তারবিহীন চার্জিং প্রযুক্তি সংবলিত ফোন।
এক্স৭০ প্রো প্লাসে কোয়াড ক্যামেরায় থাকছে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের গিম্বাল-স্ট্যাবিলাইজড আল্ট্রাওয়াইড, ১২ মেগাপিক্সেলের টেলিফটো এবং ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো। শুরুতে ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাজারে পাওয়া যাবে ফোনটি। তারপর ধীরে ধীরে সব বাজারে পাওয়া যাবে ভিভোর নতুন সিরিজের ফোনটি।