ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের স্যামসাং, অ্যান্ড্রয়েড ও ফায়ার টিভিতে সংযুক্তির পর এবার এলজির স্মার্ট টিভি লাইনআপে আসছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। ২০২০ ও ২০২১ মডেলের টেলিভিশনে অ্যাপটি পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক এ টেক জায়ান্ট। খবর গিজমোচায়না।
বর্তমানে এলজির ওয়েবওএস ৫.০ এবং ওয়েবওএস ৬.০ মডেলের টিভিতে অ্যাপটি পাওয়া যাচ্ছে। গত বৃহস্পতিবার থেকে মডেলগুলোয় ফার্মওয়্যার আপডেট পাওয়া যাচ্ছে। অন্য মডেলগুলোতেও স্বয়ংক্রিয়ভাবে আপডেট পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রে এলজির স্মার্ট টিভিতে টিকটক অ্যাপ উপলব্ধ হবে কিনা জানা যায়নি। মোবাইলে পোর্ট্রেট মুডে টিকটক দেখা গেলেও বড় স্মার্ট টিভি স্ক্রিনে কেমন দেখাবে তারও কোনো ধারণা পাওয়া যায়নি। টেলিভিশনে আসায় প্রচুর ব্যবহারকারী পাবে বলে ধারণা টিকটকের, একই সঙ্গে উচ্চমূল্যে বিজ্ঞাপন পাওয়ার আশা করছে মাধ্যমটি। অন্যান্য ইউরোপীয় দেশ এবং অঞ্চলে অ্যাপটির প্রাপ্যতা বাড়ানো হবে কিনা, তেমন কোনো ইঙ্গিত দেয়নি টিকটক।