পুরো ফিল্ম গ্যালাক্সি এস২১ আল্ট্রাতে শুট করতে পরিচালকদের সঙ্গে কাজ করছে স্যামসাং। সম্প্রতি নিজেদের এ স্মার্টফোনে ফিল্মের শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করল দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।
স্যামসাং এরই মধ্যে ব্রিটিশ পরিচালক জো রাইটের সঙ্গে কাজ শুরু করেছে। প্রাইড অ্যান্ড প্রিজুডিস ও অ্যাটোনমেন্টের মতো সিনেমার জন্য পরিচিত তিনি। জু রাইটের পরিচালনায় প্রিন্সেস অ্যান্ড পেপারনোজ সিনেমা নির্মাণের কথা প্রায় চূড়ান্ত করেছে স্যামসাং। মিউজিক্যাল এ ফিল্মটি লাইভ অ্যাকসন কোরিওগ্রাফি ও পাপেট্রির মাধ্যমে নির্মিত হবে। তবে পুরো ফিল্মের সব শট গ্যালাক্সি এস২১ আল্ট্রাতে নেয়া হচ্ছে।
স্যামসাং তাদের স্মার্টফোনে আরেকটি সিনেমার শুটিং ধারণ করছে বলে জানা গেছে। এ নিয়ে চীনা পরিচালক শা মোর সঙ্গে আলোচনা চালাচ্ছে স্যামসাং। লাভ উইল টিয়ার আস অ্যাপার্ট ও মাই হাকলবারি ফ্রেন্ডস সিনেমার জন্য তিনি পরিচিত। জানা গেছে, কিডস অব প্যারাডাইজ সিনেমার শুটিংয়ে গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি ফোন ব্যবহার করেছেন শা মো। দুটি ফিল্মই দক্ষিণ কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।