সাধারণ গ্রাহকদের জন্য সস্তায় স্মার্টফোন আনল টেকনো। ফোনটির মডেল টেকনো ক্যামন ১৮ আই। এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।
নতুন এই ফোনে দেওয়া হয়েছে ২০:৯ রেশিও ডিসপ্লে এবং পারফরম্যান্সের জন্য একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর।
এই ফোনে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একটি মাত্রই স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে এই ফোন এবং সেটি হল ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ।
আপাতত এই ফোনটি লঞ্চ করা হয়েছে কেবল মাত্র নাইজিরিয়ার মার্কেটের জন্যই। সে দেশে এই ফোনের দাম বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার টাকার কাছাকাছি। এই দাম ধার্য করা হয়েছে ৪ জিবি র্যমা ও ১২৮ জিবি স্টোরেজের জন্য।
ডিপ সি, ফ্রস্ট সিলভার এবং ট্রাঙ্কুইল গ্রিন – এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে টেকনো ক্যামন ১৮আই।