সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন হুয়াওয়ে। এর ফলে মার্কিন দুনিয়ায় সব ধরনের হুয়াওয়ে প্রোডাক্ট নিষিদ্ধ হতে পারে। এর ফলে কোম্পানির স্মার্টফোন ও কম্পিউটার ব্যবসা বড় ধাক্কা খেল।
সম্প্রতি হুয়াওয়ে এর অন্যতম শীর্ষকর্তা রিচার্ড ইউ জানিয়েছেন, নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরী করেছে কোম্পানি। গুগল আর মাইক্রোসফট এর অপারেটিং সিস্টেম ব্যবহার বন্ধ করতে বাধ্য হলে নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করবে চিনের কোম্পানিটি।
মার্কিন দুনিয়ায় কোম্পানির প্রোডাক্ট নিষিদ্ধ হওয়ার ঘটনাকে বেআইনি বলে ইতিমধ্যেই জানিয়েছে হুয়াওয়ে। এর সাথেই কোম্পানির বিকল্প পরিকল্পনা হিসাবে নতুন অপারেটিং সিস্টেম তৈরী করছে চিনের কোম্পানিটি। এবার কোম্পানির সিইও এই খবর স্বীকার করলেন।
মার্কিন সরকার সেই দেশের কোম্পানিরগুলিকে হুয়াওয়ে কে সার্ভিস দেওয়া নিষিদ্ধ করার নির্দেশ দিলে এই অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু করবে চিনের কোম্পানিটি। তবে হুয়াওয়ে জানিয়েছে গুগল ও মাইক্রোসফট এর মতো কোম্পানির সাথে একসাথে কাজ চালিয়ে যেতে আগ্রহী তারা।