রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠেয় অটোমোটিভ শোতে একটি ডার্ট বাইক প্রদর্শন করেছে রানার। বাইকটির মডেল ‘রানার হক’।
রানারের হক মডেলের ডার্ট বাইকটি ২০০ সিসির। এতে আছে ৪ স্ট্রোকের সিজি ব্যালেন্স সমৃদ্ধ পেট্রোল ইঞ্জিন।
এতে এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের চাকায় মনো শর্ক অ্যাবসর্ভার ব্যবহার করা হয়েছে। উভয় চাকা স্কোপের। উভয় চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এতে ৭ লিটার জ্বালানির ফুয়েল ট্যাঙ্ক আছে।
বাইকটিতে সেলফ স্টার্টারের পাশাপাশি কিক স্টার্টের অপশন রয়েছে।
ডার্ট বাইককে অফ রোড বাইকও বলা হয়। বিশেষ করে গ্রামের কর্দমাক্ত সড়কে কিংবা ভাঙ্গাচোড়া-এবড়োথেবড়ো সড়কের জন্য উপযুক্ত।
বাংলাদেশে এখন এই ধরনের বাইকের জনপ্রিয়তা না থাকলেও এক সময় হোন্ডার ডার্ট বাইক এক্সএল সড়কে দাঁপিয়ে বেড়িয়েছে।