বিশ্বের অন্যতম চিপ উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সঙ্গে সম্পর্ক গভীর করতে চাইছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ২০২৩ সাল নাগাদ প্রতিষ্ঠানটি অ্যাপলের কাস্টম আইফোন ফাইভজি মডেম তৈরি করবে বলে জানা গেছে। খবর গিজমোচায়না।
নিকেইএশিয়া প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ বিষয়ে অবগত ঘনিষ্ট সূত্র জানায়, কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি টিএসএমসির ৪ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমবারের মতো নিজস্ব মডেম উৎপাদন করবে। পাশাপাশি মডেমের জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব রেডিও ফ্রিকোয়েন্সি ও মিলিমিটার ওয়েভ নিয়েও কাজ করছে বলে জানা গেছে। সূত্র আরো জানায়, মডেমের জন্য নিজস্ব পাওয়ার ম্যানেজমেন্ট চিপ নিয়েও কাজ করছে অ্যাপল।
বর্তমানে বাজারে ফাইভজি প্রযুক্তিসংবলিত অ্যাপলের যেসব আইফোন রয়েছে, সেগুলোয় কোয়ালকম নির্মিত মডেম ফিচারও রয়েছে। অন্য কথায়, অ্যাপলের এ উদ্যোগের ফলে ফাইভজি মডেম সরবরাহে মার্কিন চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের একক আধিপত্যের অবসান ঘটাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
পূর্বে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৩ সালে কোয়ালকম অ্যাপলের জন্য মাত্র ২০ শতাংশ আইফোন মডেম সরবরাহ করবে। কেননা একই সময় অ্যাপল তাদের নিজস্ব ফাইভজি মডেম উৎপাদন করবে।