করোনার এই মহামারিতে স্মার্টফোন বিশ্বে বাংলাদেশ এবং ভারতের মার্কেটে শাওমি এবং রিয়েলমি এর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন টেকনো। যার জলজ্যান্ত প্রমান হচ্ছে টেকনো পোভা নামে একটি আপকামিং ফোন।
টেকনো মোবাইল এবার নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে সেই ফোনটি হল টেকনো পোভা ৫জি। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে বেশ উন্নত এবং আলাদা কনফিগার সেই তুলনায় মূল্য দেওয়া হয়েছে অনেকটাই কম। ফিচারের তুলনায় মূল্য কম থাকার কারণে অনেকেই আগ্রহী হবে এই ফোনটি ক্রয় করতে। এই ফোনটির সাথে দেওয়া হয়েছে উন্নতমানের প্রসেসরসহ নানাবিধ সুবিধা। প্রথম ফাইভ-জি হ্যান্ডসেট হিসেবে চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির।
টেকনো পোভা ৫জি
টেকনো পোভা ৫জি ফোনে পাঞ্চ-হোলযুক্ত ৬.৯৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন (১০৮০x২৪০০ পিক্সেল), ৪৮০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি ডাইমেনসিটি ৯০০ প্রসেসরে চলে। টেকনো পোভা ৫জি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে৷ আবার ৩ জিবি ভার্চুয়াল র্যামের সুবিধা রয়েছে।
টেকনো পোভা ৫জি এর ব্যাক প্যানেলে রয়েছে তিনটি ক্যামেরা – একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা, এবং একটি এআই সেন্সর। সেল্ফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ডুয়াল ফ্ল্যাশ-সহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা আছে। টেকনো পোভা ৫জি ৪কে টাইম-ল্যাপস এবং প্যানোরোমার মতো ফটোগ্রাফি ফিচার অফার করে।
কানেক্টিভিটি অপশনের দিক থেকে এই ফোনে রয়েছে ডিটিএস স্পিকার্স, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট এবং একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক। অনবোর্ড সেন্সর হিসেবে এই ফোনে রয়েছে অ্যাক্সিলারোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর। টেকনোর এই প্রথম ৫জি স্মার্টফোনে রয়েছে একটি শক্তিশালী ৬০০০এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এছাড়া, টেকনো পোভা ৫জি ফোনে ৭৭৫ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম ও ৫৫ ঘন্টা টকটাইম পাওয়া যাবে। ফোনে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছ।