উইন্ডোজ ১১ ইনসাইডার প্রিভিউ বিল্ডে মাইক্রোসফট ডিফেন্ডারের নতুন ভার্সনটি যুক্ত করা হয়েছে। বিশেষ করে হোম ইউজারদের জন্য ভার্সনটি উন্মুক্ত করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক ডিভাইস সুরক্ষিত রাখতে পারবে।
বর্তমানে ডেভেলপার চ্যানেলে এটি উন্মুক্ত রয়েছে। আপডেটে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে এর মাধ্যমে ব্যবহারকারীরা এক জায়গা থেকে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ একাধিক ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করতে পারবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হলেও মাইক্রোসফট ডিফেন্ডারের নতুন ভার্সনটি উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। একটি নির্দিষ্ট ড্যাশবোর্ড থেকে সব ডিভাইসের অনলাইন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের সুবিধা চালুর জন্য দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। তবে বর্তমানে শুধু উইন্ডোজ অ্যাপে ফিচারটি চালু আছে।