ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এ তালিকায় প্রযুক্তি জায়ান্টরাও রয়েছে। এরই ধারাবাহিকতায় রাশিয়ার অ্যাপ স্টোরে ৬ হাজার ৯৮২টি মোবাইল অ্যাপ বন্ধ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।
সেন্সর টাওয়ারের তথ্য বলছে, সম্প্রতি অ্যাপলের আইফোন ও আইপ্যাডের রাশিয়ার অ্যাপ স্টোরের গেমিং পরিষেবাও বন্ধ করা হয়েছে। বন্ধ হওয়ার আগে অ্যাপগুলো প্রায় ২১ কোটি ৮০ লাখবার ডাউনলোড করা হয়েছে। বৈশ্বিকভাবে অ্যাপগুলো মোট ৬৬০ কোটিবার ইনস্টল করা হয়। সে হিসাবে রাশিয়ায় ডাউনলোডের হার মোট ডাউনলোডের ৩ শতাংশের কিছু বেশি।
যুদ্ধের জেরে একের পর এক প্রযুক্তি প্রতিষ্ঠান রাশিয়াকে বিদায় জানালেও এখনো বেশ কয়েকটি প্রতিষ্ঠান দেশটিতে কার্যক্রম অব্যাহত রেখেছে। রাশিয়ার অ্যাপ স্টোরগুলোয় প্রযুক্তি জায়ান্টগুলোর অ্যাপসের অবস্থান প্রথম সারিতে।
সাধারণত সেকেলে ও পরিত্যক্ত অ্যাপ নিয়মিত অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলে মার্কিন টেকজায়ান্ট অ্যাপল। তবে সম্প্রতি অ্যাপলের রুশ অ্যাপ স্টোরে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের তুলনায় ইউক্রেনে আক্রমণের পর অ্যাপ সরিয়ে ফেলার হার ১০৫ শতাংশ বেশি। ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহে রাশিয়ার অ্যাপ স্টোর থেকে ৩ হাজার ৪০৪টি অ্যাপ অপসারণ করা হয়। অন্যান্য দেশের বাজারের সঙ্গে তুলনা করলে এ সংখ্যা স্বাভাবিক। যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৪২২টি অ্যাপ অপসারণ করে অ্যাপল।