মাত্র ১০ লাখেই মিলবে ইলেকট্রিক কার। অবিশ্বাস্য হলেও সত্যি! তবে এই গাড়ি বাংলাদেশে পাওয়া যাবে না। এই গাড়ি কিনতে গেলে যেতে হবে প্রতিবেশি দেশ ভারতে। সেখানেই পাওয়া যাবে কম দামের ইলেকট্রিক গাড়ি। এই গাড়ি তৈরি করছে ভারতের শিল্প প্রতিষ্ঠান এমজি গ্রুপ।
নতুন বৈদ্যুতিক গাড়িটি হবে দুই দরজার। ভারতের বাজারে এই গাড়ি এলে এটি দেশের সবথেকে সস্তা বৈদ্যুতিক গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করবে।
এই গাড়ি তৈরি করা হবে ‘এএআইসি-জিএম’ প্ল্যাটফর্মে। দুই আসনের গাড়ি হওয়া সত্ত্বেও গাড়িটিতে থাকছে বড় হুইলবেস রাখা হচ্ছে।
এই গাড়িতে ব্যবহার করা হবে একটি ২০০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। এই ব্যাটারির রেঞ্জ ১৫০ কিলোমিটার। অর্থাৎ একবার চার্জে এই গাড়ি প্রায় ১৫০ কিলোমিটার পর্যন্ত চলবে। এই গাড়ি নিয়ে ইতিমধ্যেই বাজারে বেশ উত্তেজনা শুরু হয়েছে।
এমজি’র ম্যানেজিং ডিরেক্টর রাজীব চাবা বলেছেন, ভারতের বাজারে একটি ইলেকট্রিক গাড়ি আনছি আমরা। যেটি সারা বিশ্বের প্ল্যাটফর্মে তৈরি হবে। গাড়িটি ভারতের বিক্রি হবে ১০ লাখ রুপিতে।