অনেকেই সেকেন্ড হ্যান্ড বা পুরনো ফোন কেনেন। বিশেষ করে আপনি ২০২১ সালে তৈরি কোনো ফোন কিনে থাকেন তবে আপনার জন্য বিপদ আসন্ন। কেননা, পুরনো ফোনে ম্যালওয়ার হানা দিয়েছে। যার মাধ্যমে কয়েক কোটি অ্যানড্রয়েড ব্যবহারকারীর তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান চেক পয়েন্ট রিসার্স এর জানিয়েছে, ২০২১ সালে যে ফোনগুলো বিক্রি করা হয়েছে তার দুই তৃতীয়াংশ ফোনেই নিরাপত্তা ত্রুটি রয়েছে। ফলে ২০২১ সালে নির্মিত ফোনে সাইবার অ্যাটাক হতে পারে।
মূলত অ্যাপল লুসলেস অডিও কোডেক জন্য এই সমস্যা তৈরি হয়েছে। এটি একটি ওপেন সোর্স অডিও কোডিং ফরম্যাট। যা ২০১১ সালে প্রকাশ করা হয়েছে। যদিও ওই সফটওয়ারে কোনও সমস্যা হলে তা ঠিক করার দায়িত্ব রয়েছে অ্যাপলের ওপর। কিন্তু কোনওভাবেই অন্য কোনও ভেন্ডার এই কোড ব্যবহার করলে কোনও প্রযুক্তিগত সমস্যায় পড়লে তা ডেভলপ করার দায়িত্ব অ্যাপলের ওপর নেই।
জানা গেছে, অ্যাপল লুসলেস অডিও কোডেক জন্য যে সমস্যাটি দেখা দিয়েছে তার ফলে রিমোট কোড এক্সিকিউশন হতে পারে। অর্থাৎ, হ্যাকারদের হাতে পুরো ফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে। সেক্ষেত্রে কোনও ব্যবহারকারী না জানলেও তার ফোনের কন্ট্রোল চলে যাবে কোনও হ্যাকারের কাছে।
একবার হ্যাকারদের হাতে ওই ফোনের কন্ট্রোল চলে গেলে, ফোনের কল লিস্ট, ছবি, মেসেজের অ্যাকসেস নিতে পারবে হ্যাকাররা। এমনকী, ফোন ক্যামেরার অ্যাকসেসও পাবে হ্যাকাররা।
হ্যাকাররা কী ধরনের তথ্য নিতে পারবে?
ওই সাইবার সিকিউরিটি সংস্থার দাবি অনুযায়ী মাল্টিমিডিয়ার তথ্য হাতিয়ে নিতে পারবে হ্যাকাররা। সঙ্গে কল, মেসেজের তথ্যও হাতিয়ে নিতে পারবে।
মুক্তির উপায় কী?
এবিষয়ে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর থেকে মুক্তির জন্য একটাই রাস্তা রয়েছে। তা হল অ্যানড্রয়েড আপডেট করতে হবে। আপডেট করলে সুরক্ষিত থাকা সম্ভব।
কীভাবে আপডেট করবেন?
Settings > About Phone > Check for Updates-এখানে গিয়ে চেক করুন।