ইউক্রেইন যুদ্ধের জেরে রাশিয়ায় আর্থিক লেনদেনের সেবা ‘অ্যাপল পে’ বন্ধ করায় অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে আইনি পরার্ম্শদাতা একটি রুশ প্রতিষ্ঠান।
আইফোন নির্মাতার বিরুদ্ধে তাদের অভিযোগ, ‘অ্যাপল পে’ বন্ধ করে দেশটির গ্রাহকদের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি। সে কারণে অ্যাপলের কাছে ১২ লাখ ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে মামলায়।
‘চের্নিশভ, লুকোয়ানোভ অ্যান্ড পার্টনার্স’ নামের ওই ল ফার্ম দাবি করছে, ১ মার্চ রাশিয়ায় ‘অ্যাপল পে’ সেবা বন্ধ করে দিয়ে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করেছে অ্যাপল।
ইউক্রেইনে সামরিক আগ্রাসনের জবাবে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার ঢেউ শুরু হলে সেখানে অ্যাপল পে সেবা বন্ধ করে দিয়েছিল অ্যাপল।
রয়টার্স লিখেছে, মামলার বিষয়ে অ্যাপলের প্রতিক্রিয়া জানতে চেয়েও তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি তারা।
মস্কোর আদালতে দায়ের করা ওই মামলায় ব্যবহারকারীদের আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ক্ষতির জন্যও ক্ষতিপূরণ দাবি করেছে বাদীপক্ষ। এ ছাড়া রুশ নাগরিকদের জন্য ‘অ্যাপল পে’ সেবা পুনরায় চালু করার দাবি তোলা হয়েছে সেখানে।