গত বছর হুয়াওয়ের ওয়্যারেবল ডিভাইস বিক্রি ১০ কোটি ইউনিট ছাড়িয়েছে। শুরু থেকে এ পর্যন্ত চীনা প্রযুক্তি জায়ান্টটির ওয়্যারেবল ডিভাইস বিক্রি হয়েছে ৩৫ কোটিরও বেশি। সম্প্রতি আয়োজিত হুয়াওয়ে স্পোর্টস ইনোভেশন টেকনোলজি কমিউনিকেশন কনফারেন্সে এ তথ্য জানান হুয়াওয়ের স্পোর্টস হেলথ প্রডাক্ট লাইনের প্রেসিডেন্ট ঝ্যাং ওয়েই। খবর গিজচায়না।
ক্যানালিসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বৈশ্বিক রিস্টব্যান্ড ডিভাইস বিক্রি হয়েছে ১৯ কোটি ৩০ লাখ ইউনিট; যা আগের বছরের চেয়ে বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও হুয়াওয়ে থেকে অনরের আলাদা হয়ে যাওয়ায় চীনা জায়ান্টটির বিক্রি ৭ শতাংশ কমেছে। তবে চীনের বাজারে ৩০ শতাংশ হিস্যার ওপর দাঁড়িয়ে এখনো তৃতীয় শীর্ষ ব্র্যান্ড হুয়াওয়ে।
বর্তমানে ৮০টিরও বেশি বৈশ্বিক গবেষণা সংস্থার সঙ্গে কাজ করছে চীনা ম্যানুফ্যাকচারিং জায়ান্টটি। হুয়াওয়ে টার্মিনাল বিজির প্রধান পরিচালন কর্মকর্তা (সিএফও) হি গ্যাং বলেন, বর্তমানে ইনোভেটিভ ব্লাড সুগার, লাং ফাংকশন হেলথ ও হাই অ্যালটিটিউড হেলথ রিসার্চ প্রকল্প নিয়ে কাজ করছে হুয়াওয়ে।
চলতি বছরের এপ্রিলে ওয়াচ জিটি ৩ প্রো সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন করেছে হুয়াওয়ে, যাতে ইসিজি ফাংশন রয়েছে। সব ঋতুতে হার্ট রেট মনিটরিং, রক্তের অক্সিজেন মনিটরিং, শরীরের তাপমাত্রা, প্রেসার ও বৈজ্ঞানিকভাবে ঘুম পর্যবেক্ষণের ফাংশন রয়েছে হুয়াওয়ে ইসিজিতে।