ফাইভজি স্পেকট্রাম বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন তথ্য সামনে আসছিল। ভারতের কেন্দ্র সরকারের তরফেও জানানো হয়েছিল, চলতি বছরের মাঝামাঝি সময়ে ফাইভজি স্পেকট্রামের নিলাম শুরু হবে।
এনডিটিভির বরাতে জানা গেছে, আগামী মাসের ২৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ফাইভজি নিলাম প্রক্রিয়া। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এ বিষয়ে সবুজ সংকেত দেয়া হয়েছে। পরবর্তী ২০ বছরের জন্য স্পেকট্রাম বরাদ্দ করা হবে। নিলামে অংশ নিতে পারে ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) জিও। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে জানানো হয়েছে, নিলামে অংশগ্রহণকারী যে সংস্থাগুলো স্পেকট্রাম কিনবে, সে সংস্থাগুলোকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে এবং তার সঙ্গে ২০ বছরের জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে সিদ্ধান্ত নেয়া হয়েছে, ফাইভজি স্পেকট্রামে শুধু টেলিকম সংস্থাগুলোই নয়, বড় বড় টেক কোম্পানিও অংশ নিতে পারবে। ফলে মেশিন থেকে মেশিন কমিউনিকেশন, আইওটি, এআই, স্বাস্থ্য, কৃষিক্ষেত্র, বিদ্যুৎ ও অন্যান্য ক্ষেত্রে ব্যাপক উন্নতি করবে।