চলতি বছরের জানুয়ারি অনুষ্ঠিত হওয়া কনজিউমার ইলেকট্রনিক্স শোতে (সিইএস) ফিনল্যান্ডের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া একাধিক মডেলের নতুন ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছিল। যার একটি নকিয়া জি৪০০। বর্তমানে মার্কিন বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে।
নকিয়া জি৪০০ ৫জি ফোনটিতে রয়েছে এফএইচডি প্লাস রেজোলিউশনের ৬.৫৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্ক্রিন সুরক্ষিত রাখতে থাকছে গরিলা গ্লাস ৩।
ফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
নকিয়া নতুন এই ফোনে থাকছে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২। পারফর্মেন্সের জন্য ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর।
৪ জিবি র্যামের ফোনটিতে আছে ৬৪ জিবি স্টোরেজ, যা মাইক্রোএসডি স্লটের মাধ্যমে বাড়ানো যাবে। ২০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ নকিয়ার এই ফোনে ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। ফোনটির কিনতে গুনতে হবে ২৩৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার টাকা।