বিছানায় ঘুমাচ্ছিল আট মাসের ছোট্ট শিশু। ঘুমন্ত শিশুর পাশে ফোন চার্জ দিচ্ছেলেন মা। অচমকা সেই ফোন বিস্ফোরণ ঘটে মৃত্যু হয় ওই শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরেলি জেলায়।
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ করা হয়নি। যদিও পুলিশের দাবি মা-বাবা এবং পরিবারের অন্যান্যদের অবহেলার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে।
আনন্দবাজার অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, একটি সুইচবোর্ডে মোবাইলটি চার্জে বসিয়ে শিশুটির পাশে রেখেছিলেন তার মা। মাস ছয়েক আগে কেনা সেই কি-প্যাড ফোন চার্জে বসানোর সঙ্গে সঙ্গে ফেটে যায়। ঘটনার সময় আট মাসের শিশু নেহার ঘরেই ছিলেন না মা কুসুম কাশ্যপ। প্রচণ্ড শব্দ হতেই তার বড় মেয়ে নন্দিনী ভয়ে কেঁদে ফেলে। পাশের ঘর থেকে ছুটে আসেন মা। দেখেন ছোট মেয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। মুখের একটা অংশটা পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশের কাছে অভিযোগ না করা হলেও তারা তদন্তে নেমেছে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর বাবা সুনীল কুমার কাশ্যপ শ্রমিকের কাজ করেন। যে বাড়িতে তারা থাকেন সেটি পুরোপুরি তৈরি হয়নি। সোলার এবং বড় ব্যাটারির প্লেট দিয়ে ঘরের আলো জ্বালানো থেকে মোবাইল চার্জ করতেন সবাই। এর ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর ওই পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় শোকের ছায়া নেমেছে ওই এলাকায়