অ্যাকশন ক্যামেরাপ্রেমীদের জন্য সুখবর। ‘হিরো ১১ ব্ল্যাক’ এবং ‘হিরো ১১ ব্ল্যাক মিনি’ মডেলের নতুন দুটি অ্যাকশন ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছে গোপ্রো।
হিরো ১১ ব্ল্যাক মডেলের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১/১.৯ সেন্সর সুবিধা। ফলে ব্যবহারকারীরা চাইলেই কুইক অ্যাপের সাহায্যে ইউটিউব, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের উপযোগী ফরম্যাটের ভিডিও ধারণ করতে পারবেন। শুধু তা-ই নয়, ২৭ মেগাপিক্সেলের ছবিও তোলা যাবে এ ক্যামেরায়।
আকারে ছোট হলেও হিরো ১১ ব্ল্যাক মডেলের প্রায় সব সুবিধাই হিরো ১১ ব্ল্যাক মিনি ক্যামেরায় পাওয়া যাবে। নাইট ইফেক্ট টাইম ল্যাপস ব্যবহারের পাশাপাশি ৮: ৭ অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও করা যাবে এ ক্যামেরায়। তবে ভিডিও প্রিভিউ পর্দার আকার বেশ ছোট হওয়ায় ক্যামেরাটিতে ধারণ করা ভিডিও ভালোভাবে দেখা যায় না। হিরো ১১ ব্ল্যাক এবং হিরো ১১ ব্ল্যাক মিনি ক্যামেরার দাম যথাক্রমে ৫০০ ও ৪০০ মার্কিন ডলার।