শিগগিরই রাশিয়ায় স্মার্টফোন বিক্রির কথা ভাবছে। স্যামমোবাইলের বরাতে জানা গিয়েছে, আগামী মাস থেকেই রাশিয়ায় স্মার্টফোনের চালান পাঠাতে পারে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে কোম্পানিটি মার্চে রাশিয়ায় স্মার্টফোন, চিপ ও অন্যান্য পণ্য পাঠানো বন্ধ করে দিয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে রাশিয়াভিত্তিক সংবাদপত্র ইজভেস্টিয়া জানিয়েছে, স্যামসাং তার রাশিয়ান ডিলারদের কাছে স্মার্টফোনের চালান পুনরায় শুরু এবং অক্টোবরে তাদের অফিশিয়াল অনলাইন স্টোর পুনরায় চালু করার কথা বিবেচনা করছে।
ইউরোপের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন স্মার্টফোন রিলিজের ক্ষেত্রে বড় ঝুঁকি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরনো মহাদেশটি তার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটির মুখোমুখি হচ্ছে এবং ইউক্রেনে পুতিনের আক্রমণের প্রভাব বহুদূর গড়িয়েছে। চলমান যুদ্ধের রাজনৈতিক পরিণতির একটি কম আলোচিত দিক হলো প্রযুক্তিবিশ্ব থেকে রাশিয়ার ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা।
অ্যাপলের রাশিয়ান বাজার ছাড়ার ফলে সেখানে আইফোন ১৪-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশের সম্ভাবনা কম। তবে সিএনএনের একটি প্রতিবেদন বলছে, যুদ্ধের সময়েও আইফোন কিনতে চায়, এমন গ্রাহকদের অনেক রাশিয়ান খুচরা বিক্রেতা অ্যাপল থেকে বেরিয়ে আসা সত্ত্বেও আইফোন ১৪ সংগ্রহ করে দিতে পেরেছে।
গত বছর রাশিয়ায় শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ছিল স্যামসাং। এ বছরের শুরুতে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরু হওয়ার আগে স্যামসাং রাশিয়ার স্মার্টফোনের বাজারের প্রায় ৩০ শতাংশ অংশীদার নিয়ে অ্যাপল ও শাওমির মতো প্রতিদ্বন্দ্বীদের থেকে প্রতিযোগিতায় এগিয়ে ছিল। তবে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রাশিয়ায় স্মার্টফোনের চাহিদা ৩০ শতাংশ কমে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
স্মার্টফোনের চাহিদা সম্ভবত শিগগিরই পুরোপুরি আগের অবস্থায় ফিরবে না, তবে স্যামসাং আগামী মাসে রাশিয়ায় তার অনলাইন স্টোর পুনরায় চালু হওয়ার সর্বশেষ প্রতিবেদনটি সত্য কিনা তা সময়ই বলে দেবে।