খাবার ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিমার্ট লিমিটেডে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। মঙ্গলবার (১১ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
মাহবুব কবীর মিলন ফেসবুক লেখেন, ইউনিমার্ট লিমিটেডের (Unimart, Chef’s Table & Indulge) উপদেষ্টা হিসেবে কাজ শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।
মাহবুব কবীর মিলন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য এবং কিছু সময়ের জন্য সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন তিনি।
সবশেষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেন হাইকোর্ট। সেখানে মাহবুব কবীর মিলনকে দেওয়া হয় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব।
এরপর ২০ সেপ্টেম্বর এই কমিটি ইভ্যালি থেকে পদত্যাগ করে। পদত্যাগের আগে ইভ্যালি নিয়ে প্রতিবেদন ও পর্যবেক্ষণ তুলে ধরে কমিটি।