সাশ্রয়ী মূল্যে ফ্লিপ ফোন বাজারে আনছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির পি৫০ পকেট ফোনের ছোট সংস্করণ হতে যাচ্ছে ‘পকেট এস’ ফ্লিপ ফোন। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, দেড় হাজার ডলার দামের গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে হুয়াওয়ের পকেট এস। ফোনটির বাজার মূল্য ১০০০ থেকে ৮০০ ডলার হতে পারে বলে জানিয়েছে সিনেট।
হুয়াওয়ের পকেট এস ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চি ফোল্ডএবল ওলেড ডিসপ্লে। এছাড়া ব্যাক প্যানেলের দ্বিতীয় ডিসপ্লেটি ১.০৪ ইঞ্চি। ৪০ মেগাপিক্সেল মূল ক্যামেরা সেন্সরের পাশাপাশি আরও থাকবে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স।
স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের এই ফোনে সেলফিপ্রেমীদের জন্য থাকবে ১০.৭ মেগাপিক্সেল ক্যামেরা। প্রসেসর থেকে বেশি কর্মক্ষমতা পেতে গ্রাফিন উপাদান দিয়ে তৈরি নতুন কুলিং প্রযুক্তির প্রয়োগ করেছে ফোনটিতে।
হুয়াওয়ের এই ফ্লিপ ফোনে ৪০০০ হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে। যা ৪০ ওয়াট ফাস্ট চার্জার সাপোর্টেট। হুয়াওয়ের দাবি, ফাস্ট চার্জারের সাহায্য ২০ মিনিটে ৫২ শতাংশ চার্জ হবে ফোনটি।
হুয়াওয়ের মেট ৫০ সিরিজের মতোই আরওয়াইওয়াইবি সেন্সর রয়েছে নতুন ফোনটিতে। নতুন সেন্সরের সাহায্য ক্যামেরা ৪০ শতাংশ বেশি আলো সরবরাহ করবে।
১০ নভেম্বর চীনে উন্মোচিত হবে ফোনটি। ডিভাইসটি চারটি রঙে পাওয়া যাবে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ফোনের দাম হবে ৮২০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ হাজার টাকা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম হবে ১০২৮ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩ হাজার টাকা।