স্কাই এডিশনে বাজারে এলো জেডটিইয়ের নতুন ফোন। মডেল জেডটিই ইউয়ানহ্যাং ৪০ প্রো প্লাস। মঙ্গলবার চীনে উন্মোচিত হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে স্পাইরাল শেপের স্টারসহ হালকা নীলাভ রংয়ের প্রতিফলন রয়েছে। ডিভাইসটির ডিজাইন মূলত পোস্ট-ইম্প্রেশনিস্ট ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট উইলেম ভ্যান গগনের ১৮৮৯ সালে অঙ্কিত ‘দ্য স্টারি স্কাই’ নামক বিখ্যাত স্কাই পেইন্টিং থেকে নেওয়া হয়েছে।
বিশ্ব বাজারে কবে নাগাদ আসবে তা জানা না গেলেও ৬ ডিসেম্বর থেকে চীনে বিক্রি শুরু হবে। ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২১৯৮ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার টাকা।
ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ৬০ হার্টজ রিফ্রেশ রেটের এই ফোনের এসপেক্ট রেশিও ২০:৯। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেটের ফোনে অপারেটিং হিসেবে আছে গুগলের অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইওএস ১২ কাস্টম স্কিন।
৮ জিবি র্যামের জেডটিইয়ের নতুন এই ফোনে রয়েছে ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড থাকায় স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
জেডটিইয়ের এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার এফ/১.৮, একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ৪,৫১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।
উৎপাদনকারী সংস্থার দাবি, ১৫ মিনিটের মধ্যে ফোনটি ৫৫ শতাংশ পর্যন্ত চার্জ হবে। একবার চার্জে ৬২ ঘণ্টা মিউজিক শোনা যাবে। নিরাপত্তার জন্য নতুন এই স্মার্টফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করেছে জেডটিই।